ফিরতি আইপিএল-এর প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই-এর 'থালা' এমএস ধোনির গ্যারেজে বিলাসবহুল গাড়ির অভাব নেই। তার এসইউভি হামার এইচ ২-র কথা তো সকল ক্রিকেটপ্রেমীরই জানা। এছাড়াও গ্র্যান্ড পোরশে ৯১১, ফেরারি ৫৯৯ জিটিও, পন্টিয়াক ফায়ারবার্ড ট্রান্স অ্যাম, নিসান জংগা, জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক, ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার ২, অডি কিউ ৭-এর মতো বেশ কয়েকটি বিলাসবহুল এবং দামি গাড়ি। পাশাপাশি ধোনির বাইক প্রেমও সর্বজনবিদিত। তাঁর সংগ্রহে আছে কনফেডারেট হেলক্যাট এক্স ৩২, হার্লে ডেভিসন ফ্যাটবয়, কাওয়াসাকি নিনজা এইচ ২, ইয়ামাহা আরডি ৩৫০-র মতো আরও অনেক দামি দামি বাইক।