টি২০ সিরিজে দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দেওয়ার পাশাপাশি ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে দুরন্ত বোলিং করে মার্ক উড, ক্রিস জর্ডান, আদিল রাশিদরা। বিশেষ করে মার্ক উডের পেসের কাছে নড়বড়ে দেখায় রোহিত, রাহুল, শ্রেয়সদের। একমাত্র কোলি ছাড়া বড় রান পায়নি কোনও ব্যাটসম্য়ান।