আইপিএল তারাকাদের সেরা ১০ হেয়ার স্টাইল , কেউ স্মার্ট তো কেউ অদ্ভূত, দেখুন ছবি

Published : Apr 06, 2022, 03:19 PM IST

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২২ (IPL 2022) । ২২ গজের লড়াইয়ের আনন্দে মেতে উঠেছেন ক্রিকেট প্রেমিরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেটাররা তাদের খেলার পাশাপাশি তাদের লুকস ও স্টাইল স্টেটমেন্ট নিয়ে নানা পরীক্ষা করতে দেখা যায়। বিশেষ করে অনেক ক্রিকেটাররা তাদের চুলের স্টাইল (hair style) নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। যার কিছু হিট হলেও কিছু ছিল খুবই অদ্ভুত। এই বিভিন্ন ধরনের হেয়ার কাটিয়ের তালিকায় রয়েছেন এমএস ধোনি, আন্দ্রে রাসেল থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া সহ অনেক ক্রিকেটার। দেখে নিন কোন কোন হেয়ার স্টাইল ভাইরাল হয়েছে এতদিনে।   

PREV
110
আইপিএল তারাকাদের সেরা ১০ হেয়ার স্টাইল , কেউ স্মার্ট তো কেউ অদ্ভূত, দেখুন ছবি

এমএস ধোনি-
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও সবসময় তার আইপিএল লুক নিয়ে আলোচনায় থাকেন। জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার সময় তিনি বারার হেয়ার স্টাইল বদলাতেন। আইপিএলে কখনও তিনি দাড়ি নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন আবার কখনও চুলে নতুনত্ব কোনও স্টাইল করেছেন। গত মরসুমে ধোনি আইপিএলের জন্য একটি উবার কাট হেয়ারস্টাইল করেছিলেন। যেখানে তার মাথার দুই পাশের চুল পরিষ্কার করে চুলগুলো মাঝখানে রেখেছিলেন।
 

210

রবীন্দ্র জাদেজা-
নিজের চুল ও দাঁড়ি নিয়ে সববময় নতুন ভাবনা চিন্তা করে থাকেন চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এবারের আইপএলেও রবীন্দ্র জাদেজা তার চুলের স্টাইল নিয়ে বেশ কয়েকবার পরীক্ষা করেছেন। চেন্নাই সুপার কিংসের এক মরসুমে, রবীন্দ্র জাদেজা তার চুলে সিএসকে চিহ্ন তৈরি করেছিলেন। যা খুব ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

310

হার্দিক পান্ডিয়া-
গুজরাট টাইটান্সের অধিনায়ক এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও সবসময় তার লুক নিয়ে আলোচনায় থাকেন। আইপিএলের এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় তিনি তার চুল নীল রঙে রাঙিয়ে তুলেছিলেন। একই সঙ্গে একসময় উবার কাট কেটে চুলের মাঝে চিহ্ন তৈরি করেছিলেন। তবে এবার তাকে এখনও নতুন কোনও হেয়ার কাটে দেখা যায়নি।

410

শুভমান গিল-
এই বছর গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন ভারতীয় তারকা ব্য়াটসম্য়ান শুভমান গিল। গত মরসুম পর্যন্ত তিনি ছিলেন কেকেআরের পপ্লেয়ার। তাই  আইপিএল ২০২১-এ জন্য তার চুল সম্পূর্ণ সোনালী রঙের করে তুলেছিলেন। পুরো মরসুমে তাঁর লুক ছিল আলোচনার বিষয়। তবে এবার সেই স্টাইল পরিবর্তন করে ফেলেছেন শুবমান গিল।
 

510

রাহুল চাহার-
এবার পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন তারকা লেগ স্পিনার রাহুল চাহার। তার নিজস্ব স্টাইলের জন্য শিরোনামে থেকেছেন বারবার। একটি সাক্ষাৎকারের সময় তিনি বলেছিলেন যে তার চুলের স্টাইলটির কৃতিত্ব তার বান্ধবী (এখন স্ত্রী) ঈশানীর। যিনি তার  চুলের স্টাইলিস্টও। নানা সময়ে তার চুলের স্টাইল করে দেন তার স্ত্রী। 
 

610

লাসিথ মালিঙ্গা-
শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাও সবসময় চুলের স্টাইল নিয়ে আলোচনায় থাকেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়, মালিঙ্গা তার কোঁকড়ানো চুলে সোনালি রঙ করতেন এবং তার চেহারাটি বেশ আলাদা এবং ট্রেন্ডিং ছিল। একবার নিজের চুলের রং গোলাপী করেও ভাইরাল হয়েছিলেন লাসিথ মালিঙ্গা। এবার তিনি রাজস্থান রয়্যালস দলের বোলিং কোচ।

710

আন্দ্রে রাসেল-
কলকাতা নাইট রাইডার্সের হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল সবসময় তার খেলার পাশাপাশি তার চুলের স্টাইল নিয়ে শিরোনামেথাকেন। তাকে নানা চুলের স্টাইলে দেখা যায়। চুল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষাও করেন। প্রতি আইপিএল মরসুমে তিনি চুলে বিভিন্ন ধরনেররঙ করেন। এবার তিনি অর্ধেক সোনালী এবং অর্ধেক গোলাপী রঙে  উবার কাট হেয়ারস্টাইল করেছেন।

810

শিমরন হেটমায়ার-
ক্য়ারেবিয়ান ক্রিকেটাররা বরাবর তাদের চুল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। সেই তালিকা থেকে বাদ যাননি শিমরন হেটমায়ারও। এই মরসুমে তিনি রাজস্থান রয়্যালস দলে খেলছেন। তাই সেই জার্সির রঙের সঙ্গে মিলিয়ে পুরো গোলাপী রঙের চুল করেছেন। এর আগে গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় চুল নীল করে ফেলেছিলেন তিনি।

910

কার্টলি অ্যামব্রোস-
ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলারদের মধ্যে অন্যতম ছিলেন কার্টলি অ্যামব্রোস। তাকেও চুল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে। কখনও ছোট চুল রাখতেন আবার কখনো পুরো মাথা ন্যাড়া করে মাঝখানে পনিটেল করতেন। যা সকলেই খুব পছন্দ করতেন।
 

1010

কলিন মিলার-
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কলিন মিলারও তার অদ্ভুত হেয়ারস্টাইলের কারণে সবসময়ই খবরের শিরোনামে থাকতেন।  তাকে নানা সময়ে নান রঙের চুলে দেখা গিয়েছে। অবসর নেওয়ার পরও সেই ট্রেন্ড ধরে রেখেছিলেন কলিন মিলার। কখনও চুল নীল, কখনো লাল কখনো সবুজ করতেন। যা সকলেই খুব পছন্দ করতেন। 

click me!

Recommended Stories