রবীন্দ্র জাদেজা-
নিজের চুল ও দাঁড়ি নিয়ে সববময় নতুন ভাবনা চিন্তা করে থাকেন চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এবারের আইপএলেও রবীন্দ্র জাদেজা তার চুলের স্টাইল নিয়ে বেশ কয়েকবার পরীক্ষা করেছেন। চেন্নাই সুপার কিংসের এক মরসুমে, রবীন্দ্র জাদেজা তার চুলে সিএসকে চিহ্ন তৈরি করেছিলেন। যা খুব ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।