সখ করে শুরু করেছিলেন কালো মুরগির ব্যবসা, বার্ড ফ্লুতে মাথায় হাত ধোনির

একে রক্ষা ছিল না করোনা ভাইরাস, তারউপর দোসর হয়ে দেখা দিয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে থাব বসিয়েছে বার্ড ফ্লু। আর এই বার্ড ফ্লুর কারণেই ছেদ পড়ল এমএস ধোনির সখের পোল্ট্রি ফার্মের  ব্যবসায়। কড়কনাথ ও গামাপ্রিয়া মুরগির অর্ডার বাতিল করে দিতে বাধ্য হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Sudip Paul | Published : Jan 13, 2021 12:38 PM IST
17
সখ করে শুরু করেছিলেন কালো মুরগির ব্যবসা, বার্ড ফ্লুতে মাথায় হাত ধোনির

বহু সখ করে কালো মুরগি অর্থাৎ কড়কনাথ মুরগির ব্যবসা শুরু করেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে নিজের ফার্ম হাউসে তৈরি করেছিলেন পোল্ট্রি ফার্মও।

27

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলা থেকে গত বছর নভেম্বর মাসে ২ হাজার কড়কনাথ মুরগির অর্ডার দেওয়া হয় ধোনির ফার্মে। সেই কাজও শুরু করে দিয়ছিলেন এমএস ধোনি।

37

কিন্তু এরইমধ্যে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লির মতো জায়গায় দেখা গিয়েছে পাখিদের মড়ক। মৃত কাক, পরিযায়ী পাখিদের পরীক্ষা-নিরীক্ষার পর প্রমাণিত হয় তাদের শরীরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি। 
 

47

এবার ফের ২ হাজার কড়কনাথ এবং গ্রামাপ্রিয়া ধরণের মুরগি অর্ডার করা হয়ে ছিল ধোনির ফার্ম হাউসের তরফে। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে বার্ড ফ্লু থাবা বসাচ্ছে তাতে সেই অর্ডার বাতিল করে দিয়েছেন ধোনি। 
 

57

কড়কনাথ মধ্যপ্রদেশ থেকে এলেও, গ্রামাপ্রিয়া আসার কথা ছিল হায়দরাবাদ থেকে। সেখানে এখনও সেই ভাবে বার্ড ফ্লুর হদিশ না পাওয়া গেলেও কোনও ঝুঁকি নিতে রাজি নন ধোনি। তাই বাতিল করা হয়েছে সেই অর্ডারও। 
 

67

নিজের ফার্ম হাউসে ধোনি শুধু মুরগির পোল্ট্রি ফার্ম করেছেন এমনটা নয়, উন্নতি প্রজাতির গরু তৈরির কাজও শুরু করেছেন ধোনি। তার জন্য বিশেষ গরুও আনিয়েছেন মাহি।

77

এছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষ অনেক দিন ধরেই করছেন ধোনি। ক্রিকেট বিদায় জানানোর পর নিজের ফার্ম হাউসে পরিবারের সঙ্গে এই সমস্ত কাজ করেই নিজেকে ব্যস্ত রেখেছেন এমএসডি।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos