আন্তর্জাতিক ক্রিকেটে (International Records) খুব কম ক্রিকেটার রয়েছে যারা দীর্ঘ বছর ধরে এক টানা ক্রিকেট খেলে গিয়েছেন। গড়েছেন অসংখ্য রেকর্ড। ক্রিকেটীয় রেকর্ড (Cricket Records) জানার কৌতুহলও কম নয় ফ্যানেদের মধ্যে। আজ আপনাদের জানাব এমন ৯ জন ক্রিকেটারের কথা যারা আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০-র বেশি ম্য়াচ (500 International Cricket Match) খেলেছেন। এই তালিকায় ৩ জন করে রয়েছে ভারত (Indian Cricketer) ও শ্রীলঙ্কার ক্রিকেটার। আর এক জন রয়েছে যে এক ম্য়াচের জন্য ৫০০ ম্যাচ খেলা হয়নি।