জিম থেকে অনুশীলন,যুদ্ধংদেহী মেজাজে চলছে রোহিত-হার্দিকদের প্রস্তুতি, দেখুন ছবি

Published : Sep 01, 2020, 09:06 PM ISTUpdated : Sep 01, 2020, 09:08 PM IST

এর আগেই প্রকশ্যে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের রাজকীয় হোটেলের ছবি। এবার সামনে আসল রোহিতদের জিম ও অনুশীলনের ছবি। মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয় এই সব ছবি। যেখানে পুরো দলকে চুটিয়ে অনুশীলন ও শারীরিক কসরৎ করতে দেখা গেল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া থেকে শুরু ডি কক সকলেই প্রস্তুত আইপিএলের ১৩ তম মরসুমে মরুদেশে ঝড় তোলার জন্য। চলুন দেখা যাক রোহিতদের অনুশীলনের সেই সব ছবি।  

PREV
112
জিম থেকে অনুশীলন,যুদ্ধংদেহী মেজাজে চলছে রোহিত-হার্দিকদের প্রস্তুতি, দেখুন ছবি

প্রথমেইব দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স পল্টনের টিম বাস। পুরো বাসটিকে খবু সুন্দরভাবে সাজানো হয়েছে। বাসের ভিতরও রয়েছে একাধিক আধুনিক ব্যাবস্থা। বাসের বাইরে থেকে লুকস দেখলে একবার নজর যাবে সকলের।

212

অনুশীলনে একসঙ্গে ওয়ার্মআপ করতে দেখা গেল হার্দিক ও ক্রুণাল পান্ডিয়াকে। দুই ভাই রয়েছে বেশ খোশ মেজাজে।

312

নেটে নিজেদের ভাল করে ঝালিয়ে নিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। কিন্তু আরবেপ গরম সত্যিই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে।
 

412

মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ফের তাকে দলে স্বাগত জানানো হয়েছে।
 

512


অনুশীলনে নিজের মেজাজেই দেখা মিলল হিটম্যানের। নিজের ফেভারিট পুল শট অনুশীলন করতে দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে।
 

612

মুম্বাই ইন্ডিয়ান্স দলে এবার বিস্ফোরক অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে দ্বিগবিজয় দেশমুখকে। নেটেও বড় শট মারতে দেখা মিলল তাকে।
 

712

অনুশীলনে নেটে জমিয়ে বল করতে দেখা মিলল মুম্বইয়ের তরুণ রিস্ট স্পিনার প্রিন্স বলবন্ত রাইকে। নিজের ভেলকির যাদুও দেখান তিনি।
 

812

চুটিয়ে ব্যাটিং ও বোলিং অনুশীলন করলেন হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়াও। এবছরও দলে নিয়মিত জায়গা করে নিতে মরিয়া তিনি।
 

912

শুধু প্লেয়াররাই নয়, অনুসীলনে গা ঘামিয়ে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই কোচিং স্টাফ জাহির খান ও শেন বন্ড। দল নিয়ে আলোচনাও সেরে নেন তারা।

1012


অনুশীলনের পাশাপাশি চুটিয়ে জিম করতে দেখা মিলল মিলল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। ফিটনেস আগের জায়গায় নিয়ে যাওয়াই লক্ষ্য তার।

1112

জিম গা ঘামাতে দেখা গেল দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও। ফিটনেসের বিষয়ে বরাবরই খুবই সতর্ক হার্দিক। মাঠে নিজের একশো শতাংশ দিতে মরিয়া হার্দিক।
 

1212


জিমে ওয়েট লিফটি করতে দেখা গেল দলের অভিজ্ঞ বোলার ধবল কুলকার্নিকে। দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া এই ক্রিকেটারও। ফলে সব মিলিয়ে জোর কদমে চলছে মুম্বইয়ের অনুশীলন। মাঠে নামার অপেক্ষা চারবারের চ্যাম্পিয়নরা।

click me!

Recommended Stories