সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া আর নিজের জোরে ধনী হওয়ার মধ্যে বিরাট ফারাক রয়েছে। আর এই পার্থক্যের উপর জোর দিয়েই ২০২২ সালের বিশ্বের ধনীতম স্ব-নির্মিত কোটিপতি মহিলাদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। তালিকায় স্থান পাওয়া মহিলা উদ্যোগপতিদের কেউই পারিবারিক উত্তরাধিকার সূত্রে নয়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে অর্থ উপার্জন করে বিলিয়নেয়ার বা কোটিপতি হয়েছেন। তালিকার প্রথম ১০ জনের মধ্যে চিনা মহিলা উদ্যোগপতিদের প্রাধান্যই বেশি থাকলেও, অনেক মার্কিন, ব্রিটিশ, ফ্রেঞ্চ মহিলা উদ্যোগপতিদের পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন এক ভারতীয় মহিলাও।