বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গান বলেন,'গত বছর ওই দিনটা স্বপ্ন পূরণের দিন ছিল। ম্যাচে প্রচন্ড টেনশনে ছিলাম আমরা। জিমি নিশামের স্লোয়ার বলে বেন মেরেছিল অনেক উঁচুতে, আসলে ও যতটা দূরে মারতে চেয়েছিল ঠিক ততটা দূরে যায়নি! ওই এক মিনিটের জন্য আমার মনে হয়েছিল সব শেষ, সব শেষ! বেন আউট। আমাদের জেতার জন্য ১৫ রান তখনও দরকার। যদিও বেন স্টোকসের ওই শটটা বাউন্ডারি লাইনে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েছিল। কিন্তু বাউন্ডারি লাইনে বোল্টের পা ছুঁয়ে যাওয়ায় ছক্কা হয়। আউট হননি স্টোকস। পরে ম্যাচ টাই হওয়ার পরেও সুপার ওভারে টাই। আর বাউন্ডারি বেসি মারার সুবাদে দেশের মাটিতেই প্রথম বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। দেশবসীর বিশ্ব জয়ের স্বপ্নপূরণ করতে পেরে আমরাও খুশি হয়েছিলাম।'