হাসপাতালের নার্সকে কীভাবে ফাঁসিয়েছিলেন প্রেম জালে, জানুন হায়দরাবাদ অধিনায়কের অজানা কাহিনি

আধুনিক ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের ফ্যাভ ফোরের তালিকায় অন্যতম হলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (Suriser Hyderabad) দলের অধিনায়ক তিনি। আইপিএল ২০২২ (IPL 2022) -এ প্রথম ২টি ম্যাচ হারের পর পরপর তিনটি ম্য়াচ জিতে দুরন্তভাবে কামব্য়াক করেছে অরেঞ্জ আর্মি। ক্রিকেটের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতহুল আমাদের সকলেরই থাকে। আজ আপনাদের জানানো কিউই অধিনাক কেন উইলিয়ামসনের (Kane Williamson) প্রেম কাহিনি। 
 

Sudip Paul | Published : Apr 17, 2022 4:29 PM
18
হাসপাতালের নার্সকে কীভাবে ফাঁসিয়েছিলেন প্রেম জালে, জানুন হায়দরাবাদ অধিনায়কের অজানা কাহিনি

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের সম্পর্ক রয়েছে সারা রাহিম নামে এক তরুণির সঙ্গে। কেনের বান্ধবী সারা রাহিম পেশায়  একজন নার্স। দীর্ঘ বর ধরে সারা  রাহিম ও কেন উইলিয়ামসন সম্পর্কে রয়েছেন। তাদের একটি সন্তানও রয়েছে।

28

নিউজিল্যান্ডে জন্ম হলেও, সারার বেড়ে ওঠা ইংল্যান্ডের ব্রিস্টলে। ইউনিভার্সিটি অফ ব্রিস্টলেই পড়োশোনা তারা। ছোট বেলা থেকেই মাধাবী ছিলেন সারা। বর্তমানে তার নাগরিকত্বও ইংল্যান্ডের। তবে নিউজিল্যান্ডের সঙ্গে তার সম্পর্ক কোনও দিনই ছিন্ন করেননি সারা।

38

ছোট বেলা থেকেই মানুষের সেবা করার ইচ্ছে ছিল উইলিয়ানমসনের বান্ধবী সারা রহিমের। তাই তিনি নার্সকেই তার পেশা ও নেশা হিসেবে বেছে নেন। মানুষের সাহায্য করতে খুব ভাল লাগে তার। নানারকম  সমাজ সেবা মূলক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন নিজেকে।
 

48

সারার সঙ্গে কেনের প্রেম পর্বের শুরুটা খুবই আকর্ষণীয়। কেন ও সারার প্রথম সাক্ষাৎ হয় হাসপাতালে। সেখানে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন কিউই অধিনায়ক। সেখানেই সারা দেখে ভাল লেগে যায় তার। হাসপাতালের নার্সের নাম্বারও  নেন কেন উইলিয়ামসন। সেখান থেকেই তাদের প্রথম আলাপ। 
 

58

একে অপরের সঙ্গে কথা বার্তা বাড়তে থাকে এবং একে অপরের প্রতি টান অবুভব করেন দুজনেই। এরপর থেকেই তারা দুজন ডেটিং করা শুরু করেন। ২০১৫ সাল থেকে তাদের সম্পর্ক রয়েছে। এবং তাদের প্রথম একসঙ্গে দেখা যায় নিউজল্যান্ডের একটি সমুদ্র তটে। দুজন একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন।
 

68

ফের তাদের একসঙ্গে দেখা যায় অকল্যান্ডে যেখানে নিউজিল্যান্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দুজনকে পছন্দ করেন সকলেই। অনুষ্ঠানে বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হন কেন উইলিয়ামসন। খুব খুশি হয়েছিলেন সারা রাহিম।

78

দুজনে বিয়ে না করলেও লিভ ইন করেন,দুজনকে একাধিক বার একাধিক জায়গায় দেখা গিয়েছে। তাদের সম্পর্কের রসায়নও খুবই ভাল। খেলা নিয়ে বছরের বেশিরভাগটাই ব্যস্ত থাকেন কেন উইলিয়ামসন। সারা রাহিমও ব্যস্ত থাকেন নিজের কাজে। কিন্তু ফাঁকা সময় পেলেই একে অপরের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন। 

88

কেন ও সারার জুটি সকলেই খুবই পছন্দ করেন। দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। ব্যক্তিগত জীবন নিয়েই খুশি থাকতে পছন্দ করেন কেন উইলিয়ামসন ও সারা রাহিম। বিয়ে না করলেও, ২০২০ সালে ডিসেম্বরে কেন ও সারার পরিবারের এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তান। খেলা ও কাজের বাইরে নবজাতককে নিয়েই সময় কাটে তাদের। আইপিএল সাফল্যের জন্য উইলিয়ামসনকে শুভেচ্ছাও জানিয়েছেন সারা রাহিম। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos