লর্ডসে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

প্রথম টেস্টে বৃষ্টির কারণে নিষ্ফলা থেকে গিয়েছে। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে লিড নিতে মরিয়া দুই দল। তবে লর্ডস টেস্টে নামার আগেও চোট সমস্যায় জেরবার ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে চোটের কারণে নেই শার্দুল ঠাকুর। এছাড়া দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এক ঝলকে দেখে নিন ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ।
 

Sudip Paul | Published : Aug 11, 2021 3:35 PM IST / Updated: Aug 11 2021, 09:07 PM IST

111
লর্ডসে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা- ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে প্রথম টেস্টে বড় রান না পেলেও, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভরসা জুগিয়েছেন হিটম্যান। প্রথম ইনিংসে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। হুক শট খেলতে গিয়ে আউট হন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে বৃষ্টির কারণে খেলা বাতিল হওয়া পর্যন্ত ১২ রানে নট আউট ছিলেন রোহিত। দ্বিতীয় টেস্টে রোহিতের জায়গা নিয়ে কোনও সন্দেহ নেই।
211
কেএল রাহুল- প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। দীর্ঘদিন পর দলে ফিরে নিজেক জাত চিনিয়েছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসেও খেলেছিলেন ২৬ রানের ইনিংস। ফলে ভারতীয় দলের ওপেনিংয়ে লর্ডস টেস্টে কেএল রাহুলের জায়গা নিয়ে কোনওরকম সন্দেহ নেই।
311
চেতেশ্বর পুজারা- ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজে বড় রান পাননি পুজারা। ব্যর্থ হয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। ইংল্যান্ডে বিরুদ্ধে প্রথম টেস্টেও প্রয়োজনের সময় জ্বলে ওঠেনি পুজারার ব্যাট। ফলে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে লর্ডসে মিডল অর্ডারে তার জায়গা পাকা। রান করে সমালোচকদের জবাব দিতে মুখিয়ে রয়েছেন পুজারা।
411
বিরাট কোহলি- প্রথম টেস্টের প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের বলে শূন্য রানে আউট হন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে শূন্য করার লজ্জার রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক। এমনিতেও দীর্ঘ দিন টেস্ট ক্রিকেটে বড় রান নেই বিরাটের ব্যাটে। লর্ডস টেস্টে বড় রান করে সমালোচকদের জবাব দিতে মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি।
511
অজিঙ্কে রাহানে- অস্ট্রেলিয়া সিরিজে শেষ সেঞ্চুরি এসেছিল অজিঙ্কে রাহানের ব্যাটে। কিন্তু তারপর থেকে বিরাটের ডেপুটির ব্যাটেও খুব একটা বড় রান আসেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্ভাগ্যবশত রান আউট হন রাহানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ মেলেনি। দ্বিতীয় টেস্টে বড় রান করাই লক্ষ্য 'জিঙ্কসের'।
611
ঋষভ পন্থ- ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন ঋষভ পন্থ। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন ভারতীয় উইকেট রক্ষক। লর্ডস টেস্টে আরেক উইকেটে থেকে খেলার কথা পন্থকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পন্থও মুখিয়ে রয়েছেন বড় ইনিংস খেলতে।
711
রবিচন্দ্রন অশ্বিন- ভারতীয় দলের স্পিন অ্যাটাকের সেরা অস্ত্রের নাম রবিচন্দ্রন অশ্বিন। ৪০০ উইকেটের মাইল স্টোনও ছুয়ে ফেলেছেন তারকা অফ স্পিনার। প্রথম টেস্টে তাকে দলে না নেওয়ায় সমালোচনাও কম হয়নি। তবে লর্ডস টেস্টে ভারতীয় দলে অশ্বিনের ফেরা একপ্রকার নিশ্চিৎ। নিজেকে আরও একবার প্রমাণ করার অপেক্ষায় ভারতীয় তারকা স্পিনার।
811
রবীন্দ্র জাদেজা- স্পিনার ও অল রাউন্ডার হিসেবে দলে রবীন্দ্র জাদেজার খেলা পাকা। বাঁ হাতি স্পিনের পাশাপাশি জাদেজার মারকাটারি ব্যাটিং লোয়ার অর্ডারে বিরাট কোহলির বড় অস্ত্র তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রথম টেস্টে উইকেট না পেলেও, ব্যাট হাতে খেলেছিলেন ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দ্বিতীয় টেস্টে ব্যাট-বলে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন জাড্ডু।
911
মহম্মদ শামি- ভারতীয় পেস অ্যাটাক এই মুহূর্তের বিশ্ব সেরা। সেই অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হলেন মহম্মদ শামি। প্রথম টেস্টেও নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় টেস্টে ভারতীয় তারকা পেসারের সিলেকশন নিয়ে কোনও সন্দেহ নেই।
1011
জসপ্রীত বুমরা- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জ্বলে উঠেছিলেন জসপ্রীত বুমরা। তার আগে কয়েকটি ম্যাচে বুমরার খারাপ পারফরমেন্সের কারণে সমালোচনা হয়েছিল। তবে স্বমহিমায় ফিরে এসেছেন বুমরা। দ্বিতীয় টেস্টেও আগুন ঝড়াতে প্রস্তুত তিনি।
1111
মহম্মদ সিরাজ/ইশান্ত শর্মা- প্রথম টেস্টে ফিটনেসের কারণে দলের বাইরে ছিলেন ইশান্ত শর্মা। সেই জায়গায় খেলেছিলেন মহম্মদ সিরাজ। নিয়েছিলেন ৩ উইকেট। তবে নেটে অনুশীলন শুরু করেছেন ইশান্ত শর্মা। দ্বিতীয় টেস্টে তারও দলে ফেরার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞতা না তারুণ্য কার উপর জোর দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সেটাই দেখার।
Share this Photo Gallery
click me!
Recommended Photos