T20 WC 2021, Ind vs Pak- পাকিস্তান বধ করতে বিরাটের দলে থাকছে চমক, জেনে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

রবিবার আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এ (ICC T20 World Cup 2021) মুখোমুখি দুই চির প্রতীদ্বন্দ্বী দুই দেশ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)।  মেগা ম্য়াচে ভারতীয় দলের প্রথম একাদশে কয়েক জন  বাদে কোন কোন প্লেয়াররা সুযোগ পেতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা। বিশেষ করে বোলিং বিভাগে থাকতে পারে চমক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কেমন হতে পারে বিরাট কোহলির (Virat Kohli) দলের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।
 

Sudip Paul | Published : Oct 23, 2021 11:39 AM IST / Updated: Oct 23 2021, 06:00 PM IST

111
T20 WC 2021, Ind vs Pak- পাকিস্তান বধ করতে বিরাটের দলে থাকছে চমক, জেনে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা-
সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। টি২০ ক্রিকেটে ৪টি সেঞ্চুরিও রয়েছে হিটম্য়ানের। পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং ও অভিজ্ঞতা বড় সম্পদ হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে।

211

কেএল রাহুল-
আইপিএলে পঞ্জাব কিংস দল ভালো পারফর্ম না করলেও, অধিনায়ক কেএল রাহুল অনবদ্য ব্যাটিং করেছিলেন। দুটি প্রস্তুতি ম্যাচেও রাহুলের ব্যাটে রান এসেছে। টি২০ বিশ্বকাপে কেএল রাহুল যে প্রথম পছন্দ তা পরিষ্কার করে দিয়েছেন বিরাট কোহলি।
 

311

বিরাট কোহলি-
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছেন। দুবার ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ভারত অধিনায়ক। টি২০ ক্রিকেটেও বিরাটের রানের গড়ও ৫২। বিশ্বকাপে তিন নম্বরেই খেলার সম্ভাবনা বেশি বিরাট কোহলির।
 

411

সূর্যকুমার যাদব-
আইপিএলের টানা ব্যাট হাতে ভালো পারফরমেন্সের কারণে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। সীমিত সুযোগে নিজের জাত চিনিয়েছিলেন ডান হাতি ব্যাটসম্যান। এবার টি২০ বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য মুখিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব।
 

511

ঋষভ পন্থ-
ইশান কিশান প্রস্তুতি ম্যাচে অনবদ্য ব্য়াটিং করলেও, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে প্রথম পছন্দ ঋষভ পন্থ। অভিজ্ঞতার কারণেই ঋষভের পাল্লা ভারী। 

611

হার্দিক পান্ডিয়া-
এই মুহূর্তে ভারতীয় দলে যার সুযোগ পাওয়া নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তিনি হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে নিজের চেবা ছন্দে নেই হার্দিক। োটের কারণে বল করতে পারবেন কিনা তা নিয়েও এখনও সংশয়। তববে প্রথম ম্যাচে হার্দিকের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।

711

রবীন্দ্র জাদেজা-
ব্যাট হাতে দলের অন্যতম সেরা ফিনিশার হওয়ার দাবিদার এখন রবীন্দ্র জাদেজা। বল হাতেও তার স্পিনের ছোঁবলে কুপকাত হয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। দলের এই মুহূর্তে সেরা অলরাউন্ডারও জাড্ডু। পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় তিনি।
 

811

শার্দুল ঠাকুর/ রবিচন্দ্রন অশ্বিন-
আইপিএলের সময় স্পিন বোলাররা আরব আমিরশাহির মাটিতে সুবিধা পেয়েছে। তাই টি২০ বিশ্বকাপের দলে দুই না তিন স্পিনার নিয়ে নামবে ভারতীয় দল তা নিয়ে চলছে জল্পনা। সাত নম্বর জায়গায় পেস বোলার খেললে সেখানে শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনা বেশি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ছন্দ রয়েছেন তিনি। অপরদিকে স্পিনার খেললে সেখানে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভাবনাই বেশি।
 

911

মহম্মদ শামি-
সাম্প্রতিক সময়ে টেস্ট, ওডিআই ক্রিকেট হোক আর টি২০ ফর্ম্যাট আইপিএল সব জায়গাতেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। টি২০ বিশ্বকাপেও আরও একবার নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
 

1011

জসপ্রীত বুমরা-
টি২০ ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসারের নাম জসপ্রীত বুমরা। তার গতি, পেস, সুইংয়ের পাশাপাশি ডেথ ওভারে কাঁটার মত ইয়র্কার বিশ্বের যে কোন ব্যাটসম্যানের কাছে ত্রাস। ফলে বুম বুম বুমরার প্রথম এগারোয় জায়গা পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই।
 

1111

রাহুল চাহার/বরুণ চক্রবর্তী-
দলের স্পিন অ্যাটাকে পাকিস্তানের বিরুদ্ধে দুই তরুণ স্পিনারের মধ্যে এক জনের খেলার সম্ভাবনাই বেশি। তবে রাহুল চাহারের লেগ স্পিনের জাদু না বরুণ চক্রবর্তীর মিষ্ট্রি স্পিন শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কাকে খেলায় সেটাই দেখার। তবে দুজনেই তৈরি ভেলকি দেখাতে।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos