মোট ১২ ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট হল ১০। তাদের নেট রানরেট -০.০৫৭। বর্তমানে লিগ টেবিলের সাত নম্বর স্থানে রয়েছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে মোট চারটি দল ১০ পয়েন্টে রয়েছে। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১০ পয়েন্টে রয়েছে। দিল্লি, পঞ্জাব, হায়দরাবাদ তিনটি দলই ১১টি করে ম্যাচ খেলেছে। কেকেআরর খেলেছে একটি বেশি ম্য়াচ।