অভিনব পদ্ধতিতে ক্রিকেটারদে স্বাগত জানাল রাজস্থান রয়্যালস, দেখুন ছবি

আইপিএল ২০২২ (IPL 2022) উপলক্ষ্যে নতুনভাবে ঢেলে দল সাজিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ২০০৮ সালে প্রথম আইপিএল চ্য়াম্পিয়ন হওয়ার পর আর ট্রফি জিততে পারেনি রাজস্থান। এবার সেই খরা কাটানো লক্ষ্য রয়্যালসদের। নতুন মরসুম উপলক্ষ্যে মুম্বইতে (Mumbai) টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। অভিনব পদ্ধতিতে তাদের স্বাগত জানাচ্ছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।
 

Sudip Paul | Published : Mar 16, 2022 10:13 AM IST
110
অভিনব পদ্ধতিতে ক্রিকেটারদে স্বাগত জানাল রাজস্থান রয়্যালস, দেখুন ছবি

ইতিমধ্যেই বাইক স্টান্টের মাধ্যমে নিজেদের জার্সি প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। এমনভাবে জার্সি উন্মোচন এর আগে কেউ দেখেছে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। এবার অভিনব পদ্ধতিতে ক্রিকেটারেদের স্বাগত জানাল রয়্যালস।

210

আইপিএল ২০২২ উপলক্ষ্যে নিজেদের ফ্র্য়াঞ্চাইজির সঙ্গে যোগ দিচ্ছে ক্রিকেটাররা। বাণিজ্য নগরী মুম্বইতে এখন চাঁদের হাট। সবকটি দল তাদের ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছে। আর সেই স্বাগত জানানোর পদ্ধতিও সকলের থেকে একটি আলাদা করে দেখা রাজস্থান রয়্যালস।

310

মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে থাকছে রাজস্থান রয়্যালস দল। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারেরা। কিন্তু সেই হোটেলে আচমকা দেখা গেল বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরিকে। 

410

ক্রিকেটারদের স্বাগত জানাতে এই পন্থা অবলম্বন করে রাজস্থান রয়্যালস দল। টম অ্যান্ড জেরি ও সুপারহিরো একাংশ-এর বেশে সাজিয়ে তিনজনকে হাজির করানো হয়েছিল টিমহোটেলে। তাদের সঙ্গে মজা করে, ছবি তুলে টিম হোটেলে প্রবেশ করেন ক্রিকেটাররা।

510

রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্য়ামসনকে খোশমেজাজে দেখা যায় টিম হোটেলে। সেখানে তিন কার্টুন চরিত্রের সঙ্গে ছবিও তোলেন রাজস্থান অধিনায়ক। পোজ  দিতে দেখা যায় সঞ্জু স্যামসনকে।

610

গতবার পর্যন্ত আরসিবিতে খেলেছেন যুজবেন্দ্র চাহল। এবা নিলামে তাকে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাকে টিম হোটেলে দেখা যায় স্ত্রী ধনশ্রীর ভার্মার সঙ্গে। কার্টুন চরিত্রের সঙ্গে নাচতে ও ছবি তুলতে দেখা যায় তাদের।
 

710

৩ কার্টুন চরিত্রকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন দলের তরুণ বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ মজা করতে দেখা যায় তাকে। গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে ছবিও তোলেন তারা।
 

810

এবছর কোচিং স্টাফও ঢেলে সাজিয়েছে রাজস্থান রয়্যালস। কুমারা সঙ্গাকারার সঙ্গে যোগ দিয়েছে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গা। টিম হোটেলে কার্টুন চরিত্রদের সঙ্গে পাগড়ি পড়ে মজা করতে দেখা যায় সঙ্গাকে।

910

গতবছর পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন ভারতীয় দলের তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। এবার নিলামে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। টিম হোটেলে পৌছে অন্য়ান্য সতীর্থদের সঙ্গে ও কার্টুন চরিত্রদের সঙ্গে ফটো শুট করতে দেখা যায় তাকে।

1010

প্রসঙ্গত ২৯ মার্চ নিজেদের আইপিএল ২০২২ অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস। প্রথম ম্য়াচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জয় দিয়ে মরসুম শুরু করার পাশাপাশি ফের একবার ট্রফি ঘরে তুলতে মরিয়ে আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos