প্যারিস, লন্ডন, ডাবলিন, নিউ জিল্যান্ড এবং আরও বহু দেশ ঘুরে বেরিয়েছেন গ্লেন ও ভিন রমন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সকল ছবিও সামনে এসেছে বারবার। জানা গিয়েছে এই জুটি ঘুরতে খুবই পছন্দ করেন। পছন্দ অ্যাডভেঞ্চারও। খেলার ফাঁকে ম্য়াক্সওয়েল ও কাজের ফাঁকে ভিনি রমন সুযোগ পেলেই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তবে মাঝে করোনা অতিমারীর কারণে তা অনেকটাই কমে গিয়েছিল।