ক্রিকেট প্রেমিদের (Cricket Lovers) কাছে তারকা ক্রিকেটারদের (Star Cricketer) ভক্তদের কাছে সেই প্লেয়ার ভগবানের থেকে কম কিছু নয়। অনেকেই ক্রিকেটারদের তাদের আদর্শ বলে মনে করেন। তবে অনেক সময় তারকা ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত মুহূর্তের (Personal Mooment) কিছু ছবি জন্য লজ্জিত হন। আর যা তাদের ভক্তদেরও মনে আঘাত করে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media)ট্রোলড হয় সেই সমস্ত ছবি। এই ধরনের খেলোয়াড়দের তালিকায় রোহিত শর্মা (Rohit Sharma), হরভজন সিং (Harbhajan Singh) থেকে শুরু করে প্রবীণ ক্রিকেটার ব্রায়ান লারার (Brian Lara) নামও হয়েছে, যাদের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)। আসুন দেখা যাক তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত মুহূর্তের বিতর্কিত ছবি।