শিল্পা শেট্টি ও শেন ওয়ার্নের পছন্দের মিল ছিল বিস্তর, এক সঙ্গে পোকার খেলতেন

ক্রিকেট দুনিয়ায় আজ উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। শোকের ছায়া ক্রিকেট মহলে। প্রয়াত হলেন লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্রে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। থাইল্যান্ডে নিজের বাড়িতেই মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের। শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট মহল। শুধু ক্রীড়া জগত নয়, শেন ওয়ার্নের মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ বলিউডও। 

Sayanita Chakraborty | Published : Mar 4, 2022 8:53 PM IST

110
শিল্পা শেট্টি ও শেন ওয়ার্নের পছন্দের মিল ছিল বিস্তর, এক সঙ্গে পোকার খেলতেন

বলিউড তারকা শিল্পা শেট্টির সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল শেন ওয়ার্নের। রাজ কুন্দ্রার সঙ্গেও বন্ধুত্ব ছিল শেন ওয়ার্নের। শেন ওয়ার্ন শিল্পা শেট্টির দলে খেলতেন। তিনি রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন। ১৫ বছর ধরে ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। 

210

শেন ওয়ার্নের অধিনায়কত্বে প্রথম আইপিএল জয় করে রাজস্থান রয়্যালস। তিনি পোকার খেলতে পছন্দ করতেন। তাস খেলা তাঁর খুবই পছন্দের ছিল। শিল্পার সঙ্গে তাল খেলতে দেখা গিয়েছে শেন ওয়ার্নকে। ২০১৬ সালে তিনি যখন ভারতে ছিলেন, তখন পোকার খেলার ছবি ভাইরাল হয়।

310

নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল বেশ কয়টি ছবি। সেখানে শিল্পার সঙ্গে পোকার খেলতে দেখা গিয়েছে শেন ওয়ার্নকে। কোনও ছবিতে দেখা গিয়েছে রাজ কুন্দ্রার সঙ্গে খেলায় মত্ত তিনি। এদিকে, আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ট্রফি জয় করেন শেন ওয়ার্নে। ২০০৭ সালে আইসিসি আয়োজিত প্রথম টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপরের বছর থেকে শুরু হয় আইপিএল (IPL)। ২০০৮ সালে শুরু হয় ক্রিকেটার ব্লকবাস্টার ইভেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ। এতে যোগ দেয় বিশ্বের সব দেশের ক্রিকেটাররা। 

410

২০০৮ সালে আইপিএলের প্রথম সিজিনে তিনি অংশ নেন রাজস্থান রয়্যালসের হয়ে। সে বছরই জয়ের শিরোপা এসেছিল দলের মাথায়। তিনি ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। সারা জীবনে তিনি ১৪৫টি টেস্ট ম্যাচ ও ১৯৪টি ওয়ানডে খেলেছিলেন। 

510

শুক্রবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত ক্রিকেট তারকা শেন ওয়ার্ন (Shane Warne)। ক্রিকেট দুনিয়ার সঙ্গে মহিলা মহলেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। ২০০৫ সালে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। তারপর বহু নারীর সঙ্গে নাম জড়িয়েছে ক্রিকেটারের। লিজ হার্লির সঙ্গে শেন ওয়ার্ন-এর সম্পর্ক সব সময় ছিল চর্চায়। 

610

এদিকে, শুক্রবার সকালে প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান রডনি মার্শ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৯৬টি টেস্ট ম্যাচ ও ৯২টি ওডিআই খেলেছিলেন তিনি। আর সন্ধ্যে নামতেই ছড়িয়ে পড়ে শেন ওয়ার্নের মৃত্যুর খবর। 

710

জানা যায়, তাইল্যান্ডে একটি ভিলায় ছিলেন ক্রিকেটার। তাঁর ঘরে বহুবার ডাকাডাকির পরেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর চিকিৎসকরদের ডাকা হয়। তারা চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শেন ওয়ার্ন। 

810

শেন ওয়ার্নের প্রথম স্ত্রী সিমোনে কাল্লাহান। ১৯৯৫ সালে বিয়ে করেন তাঁরা। তিন সন্তান তাঁদের। ২০০৫ সালে বিবাহ বিচ্ছেদ হয় শেন ওয়ার্ন ও সিমোনের। এরপর বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়ান শেন ওয়ার্ন। এই তালিকায় রয়েছেন একাধিক মডেল ও অভিনেত্রী। 

910

২০১১ সালে লিজ হার্লির সঙ্গে শেন ওয়ার্ন-এর প্রেমের খবর প্রকাশ্যে আসে। চর্চার কেন্দ্রে ছিল শেন ওয়ার্ন ও লিজ হার্লি (Liz Hurley)। সম্পর্ক। শুধু প্রেমে আটকে থাকেনি তাদের সম্পর্ক। দুজনে আংটি বদলও করেছিলেন। তবে, তার দু বছরের মধ্যে সম্পর্কের ভাঙন ধরে। শেষে বিচ্ছেদ হয়। অনেকেরই ধারণা শেষ সময় লিজ হার্লির প্রেমে কাতর ছিলেন তিনি। 

1010

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। একটি ছেলে তাঁর সিগারের খাওয়ার ছবি তুলেছিলেন। সেই কারণে ছেলেটিকে মারধর করেন ওয়ার্ন। এই নিয়ে বিতর্ক বেঁধে ছিল। এছাড়াও, বহু বিতর্কে জড়িয়েছেন ওয়ার্ন। একবার দুটি মেয়ের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়। সেখানে আপত্তি জনক অবস্থায় তাঁকে দেখা গিয়েছিল।  

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos