শুধু ব্য়াট হাতে নয়, কিউট লুকেও নারী মনে ঝড় তুলেছেন এই আইপিএলের নতুন তারকা

আইপিএল ২০২২-এর অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) আয়ূশ বাদোনি। দ্বিতীয় ম্য়াচেও কেলেছেন ছোট অথচ ম্য়াচ জেতানো ইনিংস। আইপিএলের দৌলতে রাতারাতি তারকা আয়ূশ বাদোনি। সোশ্যাল মিডিয়ায় কিউট আয়ূশ বাদোনি (Ayush Badoni)ঝড় তুলেছেন মহিলা হৃদয়ে। দেখে নিন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকার অদেখা ছবি।
 

Sudip Paul | Published : Apr 4, 2022 9:46 AM IST
110
শুধু ব্য়াট হাতে নয়, কিউট লুকেও নারী মনে ঝড় তুলেছেন এই আইপিএলের নতুন তারকা

আইপিএল প্রতিবছর কোনও না কোনও নতুন তারকার জন্ম দেয় বা খোঁজ দেয়। আইপিএল ২০২২ (IPL 2022) প্রথম দুই ম্যাচেই সেই কাজ করে ফেলেছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হিসেবে সকলেই যাকে চিহ্নিত করে ফেলেছে। তিনি লখনউ সুপার জায়ান্টসের আয়ূশ বাদোনি। ইতিমধ্যেই তাকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
 

210

আইপিএলের ১৫তম মরসুমে, লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে আয়ূশ বাদোনি একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে গিয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টস সেই ম্যাচ হারলেও অভিষেক ম্য়াচে চাপের মুহূর্তে যে ইনিংস আয়ূশ বাদোনি খেলেছিলেন তার প্রশংসা করেছেন প্রাক্তন থেকে বর্তমান তারকা ক্রিকেটাররা। 
 

310

গুজরাটের বিরুদ্ধে বাদোনি যখন ব্য়াট করে এসেছিলেন তখন ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুকছে লখনউ সুপার জায়ান্টস। সেই জায়গা থেকে ৪১ বলে ৫৪ রানের ইনিংস খেলে ও দীপক হুডার সঙ্গে ৮৭ রানের পার্টনারশিপ করে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দিয়েছিলেন। ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। চোখ ধাঁধানো একের পর এক শট খেলেছিলেন বাদোনি।

410

নিজের আইপিএল কেরিয়ারের অভিষেক ম্যাচের কথা বলতে গিয়ে আয়ূশ বাদোনি বলেছিলেন যে 'আমি খুব নার্ভাস ছিলাম এবং গত রাতে ঘুমাতে পারিনি। কিন্তু যখনই আমি আমার প্রথম বাউন্ডারি মারলাম, আমি অনুভব করলাম যে আমিও পারব। আমি স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম না। ৬ ওভারের পর বল আসছিল ব্যাটে। কিছুক্ষণ পর জানতে পারলাম আমি হাফ সেঞ্চুরি করে ফেলেছি।

510

আইপিএল ২০২২ এর দ্বিতীয় ম্য়াচেও ব্য়াট হাতে নিজের ছাপ ছেড়েছিলেন আয়ূশ বাদোনি। ১৯ রানের ছোট হলেও ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। সিএসকের দেওয়া ২১১ রানে বিশাল টার্গেট তাড়া করতে নেমে লখনউয়ের দরকার ছিল ২ ওভারে দরকার ছিল ৩৪ রান।  সেই সময় ব্য়াপক চাপের মুহূর্তে সাবলীলভাবে একের ২টি বিশাল ছক্কা সহ ৯ বলে ১৯ রান করে দলের জয়ে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নিয়েছিলেন।

610

মাত্র ২০ লক্ষ টাকায় আয়ূশ বাদোনিকে আইপিএল মেগা নিলামে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।  সেই সময় হয়তো কেউ ভাবতেও পারেনি এই কিড আইপিএলের মঞ্চের সুপার কিড হয়ে যাবে। মেন্টর গৌতম গম্ভীর থেকে শুরু করে লখনউ দলের সকল সদস্যরা আয়ূশ বাদোনির খেলায় খবই খুশি। দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন বাদোনি।

710

২২ বছরের আয়ূশ বাদোনি দেখতেও খুবই কিউট। আইপিএলের  দৌলতে রাতারাতি তারকা হয়ে গিয়েছেন তিনি।  সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় বাদোনির বিষয়ে জানার জন্য নেটিজেনদের কৌতুহল তুঙ্গে রয়েছে। ট্রেন্ড করছেন তিনি। সবকিছুই আইপিএলের দৌলে বলে জানিয়েছেন তিনি।

810

ইনস্টাগ্রামে আয়ূশ বাদোনির মোট ফলোয়ার আইপিএল শুরুর আগে ১৯  হাজারের কম ছিল। বর্তমানে তা  ৫০ হাজারের কাছাকাছি। দ্রুত বাড়ছে। এছাড়াও তিনি প্রায়শই তার ফ্যানেদের জন্য নানারকম ছবি শেয়ার করে থাকেন। যেই ছবি এখন মুহূর্তের মধ্য়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছ। লাইক ও কমেন্টের বন্য়ায় ভাসছেন বাদোনি। 
 

910

মেয়েদের মনেও ঝড় তুলেছেন আয়ূশ বাদোনি। তার কিউট রূপ মনে ধরেছে তরুণীদের। সোশ্যাল মিডিয়ায় নিজের হ্যান্ডসাম লুকেও একাধিক ছবি শেয়ার করেন আয়ূশ। নেট দুনিয়ায় সক্রিয়তা আগের থেকে অনেক বেড়েছে তার। তার জন্য মেয়েরা পাগল হলেও, তিনি কাউকে পছন্দ করেন কিনা সেবিষয়ে কিছু জানা যায়নি।
 

1010

আয়ুশ বাদোনি দিল্লির বাসিন্দা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শিরোনাম এসেছিলেন। ৪ দিনের ম্যাচে তিনি ২০২ বলে ১৮৫ রান করেন। এছাড়াও নিয়েছিলেন ৪ উইকেট। বর্তমানে আইপিএল ২০২২-এ যতটা সম্ভব নিজের সেরাটা উজার করে দিয়ে জাতীয় দলে সুযোগ করে নেওয়াটাই লক্ষ্য আয়ূশ বাদোনির।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos