শুধু টি নটরাজন নয়, দলে সোজাসাপটা কথা বলার জন্য অশ্বিনকে নানা সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ করেনসানি। তিনি লিখেছেন,'অশ্বিনকে নিজের বোলিংয়ের জন্য নয়, বরং সোজাসাপ্টা মানসিকতার জন্য দলে কোণঠাসা হতে হয়। সবাই যেখানে সব বুঝেও মুখ বুজে থাকে, সেখানে ও স্পষ্ট কথা বলে। তাই একটা ম্যাচে উইকেট না পেলেই ওকে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়।'