T20 World Cup - কোহলিকে আউটই করতে পারেনি পাকিস্তান, জেনে নিন ভারত-পাক ম্যাচের ৮ আকর্ষণীয় তথ্য

আর দুই দিনের অপেক্ষা, তারপরই টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) আরও একবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan)। একদিকে ভারত আইসিসি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ডকে অক্ষুণ্ণ রাখতে চাইবে। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে জিতে পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে তাদের ভারতের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে চাইবে। এই জমজমাট মোকাবিলার আগে, দেখে নেওয়া যাক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারত-পাকিস্তান ম্যাচের কিছু আকর্ষণীয় পরিসংখ্যান - 
 

Asianet News Bangla | Published : Oct 21, 2021 7:53 PM
18
T20 World Cup - কোহলিকে আউটই করতে পারেনি পাকিস্তান, জেনে নিন ভারত-পাক ম্যাচের ৮ আকর্ষণীয় তথ্য

২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপ-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে পাকিস্তানকেই হারিয়েছিলেন এমএস ধোনিরা। তবে তারপর থেকে আর ওকবারও ট্রফি জিততে পারেনি ভারত। ২০১৪ সালে ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত 'মেন ইন ব্লু' টি২০ বিশ্বকাপে ৩৩টি ম্যাচের মধ্যে ২১টিতে জিতেছে। পরাজিত হয়েছে ১১টিতে আর একটিতে ফলাফল হয়নি।
 

28

২০০৯ সালে পাকিস্তান টি২০ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়েছিল। পাকিস্তান টি২০ বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছে। ১৯টিতে জিতেছে, এবং ১৫টিতে পরাজিত হয়েছে।
 

38

২০১৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। বিরাট কোহলির ৪৭ বলে ৮৯ রানের (অপরাজিত)  দারুণ ইনিংসের পরও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। লেন্ডল সিমন্ডস ৫১ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। 
 

48

২০১৬ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেও যেতে পারেনি। ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পরপর হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। 
 

58

টি২০ বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রত্যেকবারই জয়ী মেন ইন ব্লু। ২০০৭ সালে গ্রুপের ম্যাচে প্রথমবার টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচটিই গিয়েছিল বোল-আউটে। জোহানেসবার্গে ফাাইনালেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল ভারত। 
 

68

পরের তিনবারই ভারত হেলায় হারিয়েছে পাকিস্তানকে। ২০১২ সালের বিশ্বকাপে ভারত জিতেছিল ৮ উইকেটে। ২০১৪ সালের বিশ্বকাপে ভারতের জয় এসেছিল ৭ উইকেটে। আর ২০১৬ সালে ভারত জয় পেয়েছিল ৬ উইকেটে।
 

78

টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড দুর্দান্ত। এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি ৩ ম্যাচে ১৬৯ রান করেছেন। মজার ব্যাপার হল, টুর্নামেন্টের ইতিহাসে পাকিস্তান এখনও পর্যন্ত তাঁকে একবারও আউট করতে পারেনি। 
 

88

২০১২ সালের বিশ্বকাপে পাকিস্তানের দেওয়া ১২৯ রান সফলভাবে তাড়া করতে গিয়ে কোহলি করেছিলেন ৬১ বলে অপরাজিত ৭৮ রান। ২০১৪ সালে লক্ষ্য ছিল ১৩১। কোহলি অপরাজিত ৩৬ রান করে ভারতে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ বছর আগের শেষ বিশ্বকাপে তাঁর ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসের জোরেই জিতেছিল ভারত।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos