বস্তুত, চলতি বিশ্বকাপে ভারত-সহ বেশ কয়েকটি দলের ক্রিকেটারদেরই জাতি বিদ্বেষ-বর্ণ বিদ্বেষের বিরোধী 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের প্রতি সংহতি জানাতে হাঁটু মুড়ে বসতে দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, স্কটল্যান্ড-সহ বেশ কয়েকটি দলকে এই উদ্যোগ নিতে দেখা গিয়েছে। পাকিস্তান দলও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে, তবে হাঁটু মুড়ে নয়, বুকে হাত রেখে।