বস্তুত, এর আগে 'ডেইলি পাকিস্তান'কে দেওয়া এক সাক্ষাৎকারে হামিজা পবিত্র কোরানে হাত রেখে শপথ নিয়ে বলেছিলেন, বাবর আজমের বিরুদ্ধে তাঁর আনা সমস্ত অভিযোগ সত্য। তিনি আরও বলেছিলেন, এই সত্য চেপে রাখলে 'আমি হয়তো এই পৃথিবীতে রেহাই পাব কিন্তু আল্লা আমাকে এর পরের পৃথিবীতে ক্ষমা করবেন না। ফলে, আমি আল্লার এই পবিত্র গ্রন্থে হাত রেখে শপথ নিয়ে বলছি যে বাবর আজমের বিরুদ্ধে আনা আমার সমস্ত অভিযোগ সত্য।'