টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম খেলায় পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছেন ইশ সোধি। এই কিউই স্পিনারের বিরুদ্ধে রোহিত শর্মা ৫ ইনিংসে জুড়ে ১৩৯-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। তবে, সোধি আক্রমণে আসার আগেই আসবেন বাঁহাতি সুইং বোলার ট্রেন্ট বোল্ট। আর সেখানেই আটকে রয়েছে সেই কিন্তুর প্রশ্ন।