হরভজনের এই টুইট দেখে আমির তাকে গালিগালাজ করে লেখেন, 'তুমি খুব অভদ্র, তুমি আমার অতীতের কথা বলছ, নিজের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কিছু বলো। তিনদিন আগেই তোমাদের মুখ বন্ধ করে দিয়েছি। এখন দেখো, কী ভাবে আমরা বিশ্বকাপ জিতি। পার্কে গিয়ে হাওয়া খাও। মন ভাল থাকবে।”