T20 World Cup - একই দলে খেলছেন ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটার, অবাক করল এশিয়ার এই দেশ

বিশ্ব-ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ও উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা অবশ্যই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই দুই দেশ ক্রিকেট গ্রহে চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবেই পরিচিত। ২৪ অক্টোবর, টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) আবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। তাই নিয়ে এখন থেকেই দুই দেশের ফ্যানদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে বাকযুদ্ধ। তবে, এশিয়ারই একটি দেশ রয়েছে, টি২০ বিশ্বকাপে যাদের প্রথম একাদশে ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটাররা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাচ্ছে। 
 

Asianet News Bangla | Published : Oct 21, 2021 9:42 PM
16
T20 World Cup - একই দলে খেলছেন ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটার, অবাক করল এশিয়ার এই দেশ

বৃহস্পতিবার বিশ্বকাপের গ্রপ লিগের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি ওমান। পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে। আগের ম্যাচে প্রথ ম্যাচেই পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ওমান। পরে ম্যাচে অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ২৬ রানে হারতে হয়েছে। তবে তাদের আশা এখনও আছে। শেষ পর্যন্ত যদি পরের রাউন্ডে তারা উঠতেও না পারে, তাহলেও এই বিশ্বকাপে তারা কিন্তু নিজেদের ছাপ ফেলে যাবে। 
 

26

তবে অদ্ভূত বিষয় হল বিশ্বকাপ খেলতে আসা ১৫ সদস্যের ৯ জনই পাকিস্তানের, প্রধানত পাঞ্জাব প্রদেশের। আর পাঁচজন খেলোয়াড় ভারতের। ওমান স্কোয়াডের মাত্র একজনেরই জন্ম হয়েছে ওমানে. যদিও তিনিও পাক বংশোদ্ভূত। 

36

ক্রিকেট মাঠে পাকিস্তান এবং ভারতের প্রতিদ্বন্দ্বিতার যে উত্তাপ, তার মধ্যে দুই দেশের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে গলা মিলিয়ে এক দলে খেলছে, এটা কল্পনা করাই কঠিন। আগে তাও এশিয়া একাদশের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, ওয়াসিং আক্রমদের একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। কিন্তু, সাম্প্রতিক অতীতে তা ভাবাই যায় না। ওমান জাতীয় ক্রিকেট দল কিন্তু তা করে দেখিয়ে দিয়েছে। 
 

46

জীশান মাকসুদ (ক্যাপ্টেন), আকিব ইলিয়াস, মহম্মদ নাদিম, নাসিম খুশি, কালেমুল্লাহ, ফায়াজ বাট, বিলাল খান, খুররম নওয়াজ এবং খাওয়ার আলি। জীশান এবং বিলাল ছাড়া বাকিরা সকলেই পাক পাঞ্জাবের।
 

56

যতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, আয়ান খান, সন্দীপ গৌড়, সুরজ কুমার এবং নেস্টর ধাম্বা। যতিন্দর লুধিয়ানার, কাশ্যপ গুজরাটের, আয়ান মধ্যপ্রদেশের, সন্দীপ হায়দরাবাদের, সুরজ জলন্ধরের এবং নেস্টর মহারাষ্ট্রের। 

66

ওমান জাতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে একমাত্র সুফিয়ান মেহমুদই ওমানে জন্মেছেন। তিনি বড় হয়েছেন রাজধানী শহর মুস্কাটে। যেখানে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হচ্ছে। ওমান জাতীয় দল স্বাভাবিকভাবেই নিজেদের ঘরের মাঠেই খেলছে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos