বিদেশী নারীদের সঙ্গে প্রেম ও বিয়ে, তালিকায় রয়েছে চার সুপার স্টার ভারতীয় ক্রিকেটার

খেলা হোক বা ব্যক্তিগত জীবন ভারতীয় ক্রিকেটাররা (Iindian Cricketers) সব সময়ই লাইম লাইটে থাকেন। ফ্যানেরাও তাদের প্রিয় তারকার খুঁটিনাটি জানার বিষয়ে সবসময় উন্মুখ হয়ে থাকেন। বিশেষ করে ক্রিকেটার ব্যক্তিগত বা বিবাহিত জীবন সম্পর্কে জানার ইচ্ছে সকলেরই থাকে। আজ আপনাদের জানাবো এমন ৪ জন ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে যারা প্রেমে পড়ে বিয়ে করেছেন বিদেশী মেয়েদের (Indian Cricketers Marry Foreign Women)।
 

Sudip Paul | Published : Aug 15, 2022 3:15 PM IST
18
বিদেশী নারীদের সঙ্গে প্রেম ও বিয়ে, তালিকায় রয়েছে চার সুপার স্টার ভারতীয় ক্রিকেটার

যুবরাজ সিং-
কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ২০১৬ সালে হ্যাজেল কিচকে বিয়ে করেছেন। বিয়ের পর তার নাম রাখা হয়েছিল গুরবসন্ত কৌর। হ্যাজেল কিচ একজন ব্রিটিশ মরিশিয়ান অভিনেত্রী। এছাড়াও তাকেকে বলিউডের বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে। নিজের কাজের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করিছিলেন।
 

28

ভারতীয় তারকা ক্রিকেটার সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেন হ্য়াজেল কিচ। অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিলেন যুবরাজ সিং। দীর্ঘ বছর ডেটিংয়ের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা সুখী জীবনযাপন করছেন ও চলতি বছরের জানুয়ারি মাসে তাদের একটি পুত্র সন্তান হয়েছে। 
 

38

হরভজন সিং-
২০১৫ সালে গীতা বসরার সাথে হরভজনের পাঞ্জাবি রীতিতে ধুমধাম করে বিয়ে হয়। গীতা বসরা একজন ব্রিটিশ পাঞ্জাবি হওয়ার পাশাপাশি বলিউডের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে সংসার জীবন শুরু করার পরেই তিনি ফিল্মি জগত থেকে অবসর নেন। গীতা ও হরভজনের প্রেম কাহিনিও বেশ আকর্ষনীয়।
 

48

গীতা বসরার পোস্টার দেখে নাকি পাগল হয়ে গিয়েছিলেন হরভজন সিং। তারপর ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছিলেন। সেখান থেকেউ তাদের প্রেম শুরু হয়। অবশেষে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন হরভজন ও গীতা। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে ও সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।
 

58

ইরফান পাঠান-
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ২০১৬ সালে সৌদি আরবের সাফা বেইগকে বিয়ে করেছেন। সৌদি আরবের বিখ্যাত ব্যবসায়ী মির্জা ফারুক বেইগের কন্য়া সাফা বেইগ।  ইরফান পাঠান ও সাফার প্রেমের গল্প সম্পর্কে খুব বেশি জানা যায়নি। দুজনেই তাদের সম্পর্কলুকিয়ে রেখেছিলেন এবং বিয়ের পরেই তা বিস্তারিত ভাবে জানা যায়। 
 

68

জানা গিয়েছে অফ ফর্মের কারণে যখ ইরফান পাঠান  আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় ছিলেন না, তখন সংসার জীবন করার সিদ্ধান্ত নেন। সাফা বেইগ একজন মডেল ছিলেন। দেখতেও খুবই সুন্দরী। তবে বিয়ের পর নিজের পেশা থেকে দূরে আসেন। বর্তমান তাদের দুটি  সন্তান রয়েছে। 
 

78

হার্দিক পান্ডিয়া-
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২০২০ সালে নাতাশা স্তানোকোভিচকে বিয়ে করেছেন। যিনি একজন সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তিনি অভিনয়ের কেরিয়ার গড়ার জন্য ভারতে আসেন এবং মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় ও আইটেম গানে দর্শকদের মাতিয়েছিলেন। 

88

হার্দিক পান্ডিয়া-
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২০২০ সালে নাতাশা স্তানোকোভিচকে বিয়ে করেছেন। যিনি একজন সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তিনি অভিনয়ের কেরিয়ার গড়ার জন্য ভারতে আসেন এবং মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় ও আইটেম গানে দর্শকদের মাতিয়েছিলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos