সবথেকে বেশি ম্য়াচ-
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৪ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। তবে বর্তমানে ব্য়াট হাতে ধোনি ধামাক অনেকটাই কমে গিয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে ২২০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৭৪৬ রান করেছেন ধোনি। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৩৯.৫৫, স্ট্রাইক রেট ১৩৫.৮৩। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ম্য়াচ খেলার নজির রয়েছে ধওয়ানের। চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেছেন মাহি।