২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ১০ দলের আইপিএলকে (IPL) ঘিরে ক্রিকেট প্রেমিদের (Cricket Lovers) মধ্যে তুঙ্গে উন্মাদনা ও উত্তেজনার পারদ। প্রতিযোগিতা শুরুর আগে আইপিলের নানা দিক নিয়ে জানার কৌতুহলও কম নয়। আইপিএলের বিভিন্ন রেকর্ড, প্রিয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন এই সব কিছুই। আইপিএের ১৪ বছরের ইতিহাসে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলেছে। সর্বোচ্চ রান, ব্যক্তিগত রান, সবথেকে বেশি চার-ছয়, স্ট্রাইক রেট থেকে শুরু করে সবকিছু। রেকর্ড বুকে নাম রয়েছে বিরাট কোহলি (Virat Kohli), এমএস ধোনি (MS Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma), ক্রিস গেইল (Chris Gayle)সহ একাধিক তারকার। আইপিএলের রেকর্ড বুকে অভাব নেই কোনও কিছুরই। আইপিলের ১৫তম মরসুম শুরুর আগে দেখে নিন আইপিএলের ইতিহাসে এক ডজন রেকর্ড।