ডাগ আউট ছেড়ে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্ক
চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ২০১৯এর ২৫তম ম্যাচ চলাকালীন যখন চেন্নাইয়ের জয়ের জন্য ৩ বলে ৪ রানের প্রয়োজন ছিল সেই সময় বোলার বেন স্টোকস নো বল করেন, যাকে অ্যাম্পায়ার নো বল ডাকেনও, কিন্তু লেগ অ্যাম্পায়ারের মানা করার অ্যাম্পায়ার নিজের সিদ্ধান্ত বদলে দেন। যারপর ডাগ আউটে বসা ধোনি রাগে লাল হয়ে মাঠে নেমে আসেন আর অ্যাম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকেন। ধোনি অ্যাম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে খুশি ছিলেন না।