রাজস্থান রয়্যালস-
দলে জোস বাটলার, বেন স্টোকস, স্টিভ স্মিথ, ডেভিড মিলার, টম কুরান, অ্যান্ড্রু টাই এবং ওশেন থমাসের মতো একাধিক যোগ্য বিদেশি ক্রিকেটাররা থাকলেও উথাপ্পা ছাড়া কোনও নামি ভারতীয় তারকা নেই রাজস্থান রয়্যালসে। সেটাই কাল হতে পারে। বিদেশি ক্রিকেটারদের প্রতি অতি নির্ভরতায় সমস্যায় পড়তে পারে রাজস্থান রয়্যালস।