সন্দীপ পাটিল-
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সন্দীপ পাটিল পিঞ্চ হিটার, মিডিয়াম পেসার ও দুর্দান্ত ফিল্ডিং ছাড়াও একজন পপ গায়ক ও সিনেমায় অভিনয় করেছেন। যদিও ২২ গজে যতটা খ্যাতি অর্জ করেছেন সন্দীপ পাটিল, বড় পর্দায় ততটা নাম অর্জন করতে পারেননি সন্দীপ পাটিল।