আরব আমিরশাহিতে চলছে আইপিএলের সবকটি দলের জোরকদমে অনুশীলন। মাঠে নেমে কোনও রকম খামতি না রাখতে কঠোর অনুশীলন করছে সবকটি দল। অনুশাীলনের ফাঁকে হালকা সময়েও নানা রকম অ্যাক্টিভিটি করছে সবকটি দল। নাচ-গান থেকে শুরু করে সমুদ্র সৈকতে সময় কাটানো সবকিছুই। এবার আরবিসি ও বিরাট কোহলির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হল বেশ কিছু ছবি। যেখানে দেখা গেল সুইমিং পুলে দলের সময় কাটানোর ছবি। পুল সেশন জমিয়ে উপভোগও করেলন বিরাট, স্টেউন, উমেশ, চাহলরা।
ছবি শেয়ার করে বিরাট কোহলি ক্যাপশনে লিখলেন 'পুলে একটা যথার্থ দিন।'
410
প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেইনও উপভোগ করলেন পুল সেশন। সতীর্থ সঙ্গে মজা করতেও দেখা যায় তাকে।
510
একইরকম মেজাজে পাওয়া গেল অপর প্রোটিয়া তারকা ও আরসিবির বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকেও।
610
সুইমিংয়ে ভলিবল খেলতেও দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিটি সদস্যকে। ফিটনেস যথার্থ রাখাও এর কারণ।
710
নিজেদের মধ্যে ভলিবল খেলার সময়ও বিরাট কোহলিকে পাওয়া গেল স্বমহিমায়। ক্রিকেট হোক আর ভলিবল সব খেলাই যে তিনি অন্তর থেকে উপভোগ করেন তার প্রমাণ পাওয়া গেল পুল সেশনে।
810
ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদবও ধরা দিলেন বিন্দায় মুডে। দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরতে পেরে খুশি তিনিও।
910
আইপিএলের আগে সিক্স প্যাক বানিয়ে সকলকে চমক দিয়েছিলেন নবদীপ সাইনি। পুল সেশনে দেখা মিলল তার মাচো লুকের ঝলক।
1010
এর আগে অনুশীলনেও দলের সঙ্গে খোশ মেজাজে পাওয়া গিয়েছিল কোহলিকে। গোটা দলেরও আত্মবিশ্বাস এবছর তুঙ্গে রয়েছে বলে জানিয়েছেন বিরাট। অধরা আইপিএল ট্রফি জেতাই মুল লক্ষ্য কোহলি এন্ড ব্রিগেডের।