সার্বিক ভাবে বিরাট কোহালি হলেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। সচিন ছাড়া বাকিরা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচ) শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (৩৫৯ ম্যাচ), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচ) ও শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৪২৬ ম্যাচ)।