অস্ট্রেলিয়াতেও 'মিস ইউ ধোনি' পোস্টার, দেখার পর কী কাণ্ড ঘটালেন কোহলি

চলতি বছরের ১৫ অগাস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভক্তদের মনে ধোনি যে এখনও বিরাজমান তা প্রমাণিত হল ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে। স্টেডিয়ামে সমর্থকদের হাতে ধোনিকে মিস করার পোস্টার। যে দেখে প্রতিক্রিয়া দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিও।
 

Sudip Paul | Published : Dec 8, 2020 12:39 PM IST / Updated: Feb 09 2021, 10:23 AM IST
17
অস্ট্রেলিয়াতেও 'মিস ইউ ধোনি' পোস্টার, দেখার পর কী কাণ্ড ঘটালেন কোহলি

স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় হঠাৎই নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনি। চোখের জলে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বিদায় জানিয়েছিল ক্রিকেট বিশ্ব। 
 

27

ধোনির বিদায় অন্যান্য ক্রিকেটারদের পাশাপাশি আবেগঘন বার্তা দিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ধোনির অভাব যে অপূরণীয় তাও মেনে নিয়েছিলেন ভিকে। ধোনির কাছ থেকে অধিনায়কত্বের খুঁটিনাটি শিখেছিলেন তাও জানিয়েছেন ভিকে। 
 

37

কিন্তু বিদায়ের পরও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ধোনি এখনও বর্তমান। তারই প্রমাণ মিলল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে।

47

ভারতীয় দলের ফিল্ডিং চলাকালীন হঠাৎই একদল দর্শকের হাতে দেখা যায় ধোনির নামে পোস্টার। যেখানে পরিষ্কার ধোনি ভক্তরা জানিয়েছেন তারা কতটা তাদেক প্রিয় তারকাকে মিস করছেন। 
 

57

সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দর্শকদের পোস্টার নজরে আসে বিরাট কোহলির। তা দেখার পর প্রতিক্রিয়া দেওয়া খেরে বিরত থাকতে পারেননি ভিকে।

67

ভারত অধিনায়ক সে দিকে তাকিয়ে দু’টো আঙ্গুল দেখিয়ে যেটা বলতে চাইলেন তার অর্থ মি টু । অর্থাৎ তিনিও প্রাক্তন অধিনায়ককে মিস করছেন। 
 

77

ধোনি প্রসঙ্গে বিরাটের এই অভিব্যক্তি বা জবাব মন কেড়ে নেয় মাঠে উপস্থিত দর্শকদের। এমনকি নেট দুনিয়াতেও ভাইরাল হয়ে যায় বিরাটের ধোনি প্রেম।

Share this Photo Gallery
click me!

Latest Videos