শুধু বিরাট কোহলি নয়, কোভিড টিকা নিয়েছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার, দেখুন ছবি

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ভারতীয় ক্রিকেটার। তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শিখর ধওয়ান সহ অনেকেই। এবার একে একে কোভিড টিকা নিচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। একইসঙ্গে সকলকে টিকা নেওযার, সাবধান ও সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন সকলেই।

Sudip Paul | Published : May 10, 2021 1:42 PM IST
110
শুধু বিরাট কোহলি নয়, কোভিড টিকা নিয়েছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার, দেখুন ছবি

বিসিসিআইয়ের নিয়ম-
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য কোভিড টিকার ব্যবস্থা করেছে বিসিসিআই। যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে তাদের টিকা বাধ্যতা মূলক করা হয়েছে। 
 

210

শিখর ধওয়ান-
ভারতীয় দলের বর্তমান ক্রিকেটার হিসেবে কোভিড ভ্যাকসিন নিয়েছেন ভারতের তারককা ওপেনার শিখর ধওয়ান। 
 

310

বিরাট কোহলি-
সোমবার করোনা টিকা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টা স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন তিনি।
 

410

বিরাট কোহলি-
করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যেরর হাত বাড়িয়ে আগেই ২ কোটি টাকা অনুদান দিয়েছেন বিরুষ্কা জুটি। এবার সকলকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার বার্তা দিলেন ভারত অধিনায়ক।

510

উমেশ যাদব-
টিকা নিয়ে দেশের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় পেসার উমেশ যাদব। সসকলকে সুযোগ ও সময় মতো টিকা নেওয়ার কথাও বলেছেন তিনি।
 

610

অজিঙ্কে রাহানে-
করোনা বিরুদ্ধে লড়াইতে টিকা নিয়েছেন ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির সহ অধিনায়ক অজিঙ্কে রাহানে।
 

710

অজিঙ্কে রাহানে-
শুধু রাহানে নিজেই নয়, তার সঙ্গে করোনা টিকা নিয়েছেন টেস্ট দলে বিরাটের ডেপুটির স্ত্রী রাধিকাও।
 

810

ইশান্ত শর্মা-
সস্ত্রীক টিকা নিয়েছেনন ভারতীয় টেস্ট দলের তারকা পেসার ইশান্ত শর্না ও প্রতীমা। 
 

910

চেতেশ্বর পুজারা-
করোনা টিকা নিয়েছেন ভারতীয় টেস্ট দলের মিডিল অর্ডারের স্তম্ভ চেতেশ্বর পুজারা ও তার স্ত্রী পুজা।
 

1010

রবি শাস্ত্রী-
টিকা নিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সরকার যখন ৪৫ বছরের উর্ধ্বে টিকা দান করছিল তখনই টিকা নিয়ে নেন বিরাটদের হেড স্যার।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos