লুকস ও হটনেসে হার মানবে নায়িকারাও, দেখুন ভারতীয় ক্রিকেটারদের 'হট' বউদেয় অ্যালবাম

সামনেই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল। সাউদ্যাম্পটনে মুখোমুখি হতে ভারত ও নিউজিল্যান্ড। ক্রিকেট নিয়ে আলোচনার পাশাপাশি  ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও ফ্যানেরা উুঁকি মারতে পছন্দ করেন৷ বিশেষ করে তাঁদের বান্ধবী ও স্ত্রী’দের বিষয়ে জানার কৌতুহলও কম নয়। কারণ ভারতীয় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের স্ত্রীরা রয়েছেন যারা লুকস ও হটনেসে হার মানাবেন বলিউডের নাইকাদেরও। 
 

Sudip Paul | Published : Jun 11, 2021 4:29 PM / Updated: Jun 11 2021, 08:11 PM IST
115
লুকস ও হটনেসে হার মানবে নায়িকারাও, দেখুন ভারতীয় ক্রিকেটারদের 'হট' বউদেয় অ্যালবাম

মায়ান্তি ল্যাঙ্গার
 ‘হটেস্ট’ শব্দেরই সমার্থক মায়ান্তি৷ ভারতীয় দলের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির জায়া বছর বত্রিশের নয়া দিল্লির মেয়ে৷ সর্বভারতীয় স্পোর্টস চ্যানেলে অ্যাঙ্কার হিসেবে কাজ করেন মায়ান্তি। বর্তমানে তিনি দেশের অন্যতম সেরা সঞ্চালিকা।

215

সঞ্জনা গণেশন-
ক্রীড়া সঞ্চাবিকা সঞ্জণা গণেশনকে সম্প্রতি বিয়ে করেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা। সঞ্জণাকে দেখতে খুবই সুন্দরী। তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর।

315

নতাসা স্তানোকোভিচ-
সার্বিয়ান মডেল-অভিনেত্রী নতাসা স্তানোকোভিচকে বিয়ে করেছেন হার্দিক পাণ্ডিয়া। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। নতাসার হট অ্োয় অ্যান্ড সেক্সি লুকস আকর্ষণ করে সকলকেই।

415

অনুষ্কা শর্মা
বিরাট কোহলির স্ত্রী বলিউডের নামকরা অভিনেত্রী অনুষ্কা শর্মার রূপ নিয়ে আলাদা করে কিছুই না বলাই ভাল। তার রূপ ও অভিনয়ে মুগ্ধ কোটি কোটি মানুষ।
 

515

সাফা বেইগ
এক কথায় সুন্দরী যাকে বলে তার জ্বলজ্ব্যান্ত উদাহরণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের বউ সাফা বেইগ।

615

হেজেল কিচ
বলিউডে মডেলিং ও আইটেম ডান্স, বিজ্ঞাপন সহ নানাবিধ কাজে জড়িত থাকার সৌজন্যে হেজেল কিচ খুবই চেনা মুখ। অংশ গ্রহণ করেছেন বিগ বস অনুষ্ঠানেও। হেজেলকেই বিয়ে করেছে ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং। ছয় ছক্কার মালিকের বউ কিন্তু রীতিমত সুন্দরী ও হট।
 

715

গীতা বসরা
বলিউডে চেনা মুখ গীতা বসরা। বেশ কয়েকটি ছবিও করেছেন তিনি। গীতার স্টাইল ও সৌন্দর্য্য আলাদা করে নজর কেড়ে নেয়৷ হরভজন সিং দীর্ঘ বছর প্রেম করার পর বিয়ে করেন গীতা বসরাকে।

815

শ্রেয়সী রুদ্র
বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দার স্ত্রী শ্রেয়সী রুদ্রও খুবই সুন্দরী। প্রেম করেই শ্রেয়সীকে বিয়ে করেন অশোক দিন্দা।

915

সুস্মিতা রায়
বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির বউ সুস্মিতা রায়ও খুবই সুন্দরী। প্রেম  করে বিয়ে করেন মনোজ তিওয়ারিও। সুস্মিতার সৌন্দর্য কিন্তু সকলের নজর কাড়ে।
 

1015

অশ্রীতা শেট্টি
অশ্রীতা শেট্টি ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডের স্ত্রী। তার সৌন্দর্যও সকলকে মোহিত করে।
 

1115

রিচা সিং
২০১৩ সালে রিচা সিংকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার বিনয় কুমার। রিচাকে দেখেও চোখ ফেরানো দায় হয়ে পড়ে সকলের।
 

1215

পাঙ্খুরী শর্মা
ভারতীয় ক্রিকেটার ও মুম্বই ইন্ডিয়ান্স তারকা ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পাঙ্খুরী  শর্মা। ২০১৭ সালে পাঙ্খুরীকে ভালোবেসে বিয়ে করেন ক্রুণাল পান্ডিয়া।
 

1315

সাক্ষী সিং ধোনি
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীও যথেষ্ট সুন্দরী। কলকাতায় খেলতে এসে সাক্ষীকে ভালোবেসে বিয়ে করেছিলেন ধোনি।

1415

আয়েশা মুখোপাধ্যায়
ভারতীয় দলের 'গব্বর' শিখর ধওয়ানের স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় হট ও বোল্ড। শিখর ধওয়ানের থেকে বয়সে অনকটা বড় হলেও তার রূপ মনমুগ্ধ করে সকলকে।

1515

রীতিকা সাজদে
ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেও রূপে ও গুনে সুন্দরী। প্রেম করে বিয়ে করেছিলেন রোহিত শর্মাও।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos