এবার পাক ক্রিকেটারের বউয়ের মন জয় করল বিরাট, নেট দুনিয়ায় মনের কথা জানালেন ওই সুন্দরী

শুধু 'রান মেশিন' বলে নয়, নিজের মাচো লুক ও স্টাইল স্টেটমেন্টের জন্যও বিশ্ব জুড়ে মহিলা ক্রিকেট প্রেমিদের মনে রাজত্ব করেন বিরাট কোহলি। কয়েক দিন আগেই পাকিস্তানের ফ্যান গার্ল রিজলা রেহানের বিরাট কোহলির প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছিলেন। তবে এবার কোনও ফ্যান গার্ল নয়, খোদ পাকিস্তান ক্রিকেটারের স্ত্রীর মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি। সেই কথা স্বয়ং জানিয়েছেন পাক ক্রিকেটারের স্ত্রী।
 

Sudip Paul | Published : Jun 12, 2021 2:17 PM / Updated: Jun 12 2021, 02:23 PM IST
116
এবার পাক ক্রিকেটারের বউয়ের মন জয় করল বিরাট, নেট দুনিয়ায় মনের কথা জানালেন ওই সুন্দরী

বিশ্ব জুড়ে বিরাট কোহলির কোটি কোটি মহিলা ফ্যান রয়েছে। যারা ভারত অধিনায়কের জন্য এক কথায় পাগল। 
 

216

সেই তালিকায় নতুন সংযোজন হলেন পাকিস্তান ক্রিকেট দলের পেস বোলার হাসান আলির স্ত্রী শামিয়া আর্জু ।

316

সোশ্যাল মিডিয়ায় নিজেই শামিয়া আর্জু ব্যাটসম্যান বিরাট কোহলির প্রতি তার ভালোলাগার কথা সরাসরি জানিয়েছেন।

416

শামিয়া আলি আসলে ভারতীয় নাগরিক। ২০১৯ সালে পাক ক্রিকেটার হাসান আলির সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন শামিয়া।

516

ভারতে বিয়ে আগে হরিয়ানার বাসিন্দা ছিলেন শামিয়া আর্জু। আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন তিনি।

616

কাজের সূত্রে দুবাইতে গিয়ে হাসান আলির সঙ্গে পরিচয় হয় শামিয়ার। তারপর জীবন নতুন মোড় নেয় শামিয়ার।

716

খুব অল্প সময়ের মধ্যেই দুজনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তারপর দেরি না করে তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেন তারা।

816

কিন্তু সোশ্য়াল মিডিয়ায় ভারত অধিনায়ক বিরাট কোহলিককে ভালোলাগার কথা জানিয়ে ভাইরাল হয়ে যান শামিয়া আর্জু।

916

সম্প্রতি ইনস্টাগ্রামে এক আড্ডা দেওয়ার সময় শামিয়া আর্জুর কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় তারকা কারা।

1016

ফেভারিট বোলারর নাম বলতে স্বাভাবিকভাবেই শামিয়া তার স্বামী হাসান আলির নাম নিয়েছেন। যা নিয়ে কোনও সন্দেহ ছিল না।

1116

কিন্তু ফেভারিট ব্যাটসম্যান জানতে চাওয়া হলে ভারত অধিনায়র বিরাট কোহলির নাম লিখে দেন পাক পেসারের স্ত্রী।

1216

ছোট বেলা থেকেই ক্রিকেটের ফ্যান শামিয়া আর্জু। আর ভারত-পাকিস্তান ম্যাচ হলে তো টিভির পর্দা থেকে চোখ সরত না তার।

1316

কিন্তু নেটিজেনরা ভেবেছিল প্রিয় ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের কাওকে বেছে নেবেন শামিয়া। কিন্তু তিনি যে বিরাটকে বাছবেন তা ভাবেনি কেউ।

1416

শামিয়া যে বিরাট কোহলির অন্ধ ভক্ত সেই কথা জানিছেন তিনি। কোহলির ব্যাটিং স্টাইল থেকে লুকস সব কিছুই তার পছন্দ।
 

1516

সোশ্যাল মিডিয়ায় শামিয়ার এই মন্তব্য মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজা শুরু করে। তবে পুরোটাই নিছকই মজা।

1616

কিছু দিন আগে রিজলা রেহান, এবার শামিয়া আর্জু। একের পর এক পাক সুন্দরীরা যেভাবে বিরাটকে তাদের ভালোলাগার কথা জানাচ্ছে, তা জানতে পারলে খুশিই হবেন বারত অধিনায়ক।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos