আজ কন্যা সংক্রান্তি। সূর্য আজ কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে এক মাস অবস্থান করবে। রোহিণী নক্ষত্র এবং চন্দ্র থাকবে বৃষ রাশিতে। বৃহস্পতি মীন রাশিতে গমন করছে। বাকি গ্রহের অবস্থান একই থাকে। আজ কন্যা ও তুলা রাশির জাতকরা ব্যবসায় সাফল্য পাবেন। কর্কট ও মকর রাশির শিক্ষার্থীরা চাকরিতে নতুন সুযোগ পাবেন। বৃষ ও তুলা রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের প্রতি অবহেলা না করলে ভালো হয়। চলুন এবার জেনে নিই আজকের রাশিফল সম্পর্কে।