ধার করে চলতে হতে পারে, এপ্রিল মাসে সতর্ক থাকুন কন্যা রাশির জাতকেরা, জানুন কী বলছে ভাগ্যরেখা

Published : Apr 02, 2021, 02:34 PM IST

গ্রহ-নক্ষত্রের স্থান অনুযায়ী প্রতিদিন মুহূর্তে ভাগ্য পাল্টাতে থাকে আট থেকে আশির। যদিও কথায় আছে চেষ্টার ফল কখনও বৃথা যায় না, তবুও কোথাও যেন মনের কোণে প্রশ্ন থেকেই যায় ভাগ্যরেখা কী বলছে! জেনে নেওয়া যাক এপ্রিল মাস কেমন যাবে কন্যা রাশি জাতকের। 

PREV
16
ধার করে চলতে হতে পারে, এপ্রিল মাসে সতর্ক থাকুন কন্যা রাশির জাতকেরা, জানুন কী বলছে ভাগ্যরেখা

কেমন যাবে এপ্রিল মাসে কন্যা রাশির সময়, চাকরি থেকে সঞ্চয় সম্পর্ক থেকে স্বাস্থ্য, জেনে নেওয়া যাক আগামী 30 দিন কি বলছেন কন্যা রাশির ভাগ্য

26

কন্যা রাশির জাতকদের এপ্রিল মাসে আর্থিক দিক থেকে একটু বেশিই সচেতন থাকতে হবে।

36

2021 সালে বছরভর আয়ের তুলনায় এই রাশির জাতকদের ব্যয় হবে বেশি। সেই দিকে নজর রেখে সঞ্চয় প্রতি যত্নশীল হতে হবে। 

46

বিশেষ করে এপ্রিল মাসে সঞ্জয় ভেঙে অর্থ খরচ হতে পারে। এমনকি মাসের শেষে ধারের আশ্রয় নিতে হতে পারে।

56

তাই এই সময় বাড়ির দিকে খানিক যত্নশীল হওয়া শ্রেয়। কারণ উপার্জনের দিক থেকে তেমন কোনো সুখবর এপ্রিল মাসে মিলবে না।

66

তবে সম্পর্কের দিক থেকে এই রাশির জাতকেরা নিশ্চিন্তে থাকতে পারেন।

click me!

Recommended Stories