কেমন যাবে এপ্রিল মাসে কন্যা রাশির সময়, চাকরি থেকে সঞ্চয় সম্পর্ক থেকে স্বাস্থ্য, জেনে নেওয়া যাক আগামী 30 দিন কি বলছেন কন্যা রাশির ভাগ্য
কন্যা রাশির জাতকদের এপ্রিল মাসে আর্থিক দিক থেকে একটু বেশিই সচেতন থাকতে হবে।
2021 সালে বছরভর আয়ের তুলনায় এই রাশির জাতকদের ব্যয় হবে বেশি। সেই দিকে নজর রেখে সঞ্চয় প্রতি যত্নশীল হতে হবে।
বিশেষ করে এপ্রিল মাসে সঞ্জয় ভেঙে অর্থ খরচ হতে পারে। এমনকি মাসের শেষে ধারের আশ্রয় নিতে হতে পারে।
তাই এই সময় বাড়ির দিকে খানিক যত্নশীল হওয়া শ্রেয়। কারণ উপার্জনের দিক থেকে তেমন কোনো সুখবর এপ্রিল মাসে মিলবে না।
তবে সম্পর্কের দিক থেকে এই রাশির জাতকেরা নিশ্চিন্তে থাকতে পারেন।
Jayita Chandra