Published : Oct 23, 2020, 10:34 AM ISTUpdated : Oct 23, 2020, 10:35 AM IST
সন্ধিপুজোর তিথি। দূর্গা পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ লগ্ন। যে সময় দেবী দুষ্টের দমন করেছিলেন। শাত্রমতে, মায়ের তেজ, জ্যোতি এই সময় থাকে সব থেকে বেশি। তাই এই সময় মায়ের কাছে ভক্তিভরে পুজো দিলে মেলে সাত ফল, কী কী জেনে নিন