বোধন থেকে বির্সজন, সুদীপার পুজো এবার 'আদি' মগ্ন

Published : Oct 10, 2019, 12:13 PM ISTUpdated : Oct 10, 2019, 12:21 PM IST

কৈলাসের পথে পাড়ি দিয়েছেন মা দুর্গা। বিজয়ার পর্বও প্রায় শেষের পথে। তারই মধ্যে দুই ছেলেকে নিয়ে বিজয়ার আনন্দে মেতে উঠলেন সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপার পুজোতে এবারে কিন্তু আর্কষণের কেন্দ্রবিন্দু ছোট্ট আদিদেব। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন সেই সব ছবি। 

PREV
19
বোধন থেকে বির্সজন, সুদীপার পুজো এবার 'আদি' মগ্ন
সুদীপার কোলে ছোট্ট আদিদেব, সিঁদুর মেখে একেবারে রেডি পোজ দেওয়ার জন্য।
29
এছাড়া বাবা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের কোলেও দেখা যায় 'লিটল' আদিদেব-কে। সেখানেও পোজ দিতে একেবারে পটু সে।
39
এরপরে দেখা যায় তাঁর দাদা আকাশের কোলে। সেখানেও বেশ খুশি মেজাজে দেখা যায় তাঁকে।
49
দাদা আকাশও বেজায় খুশি 'লিটল' আদিদেব-কে কোলে নিয়ে। আকাশ অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আগের পক্ষের ছেলে।
59
একই সঙ্গে ফ্রেমবন্দী হন, অগ্নিদেব সহ আকাশ ও ছোট্ট আদি।
69
এই সবকিছুর মাঝে তবে কান্নায় চোখ ভাসিয়ে ফেলে আদি। মা চলে যাওয়ার দুঃখে তার চোখেও দেখা গেল জল।
79
ধুনুচি নাচের সাজে দেখা গেল সুদীপা-কে। সিঁদুর মেখে ধুনুচি নাচের জন্য একেবারে তৈরি তিনি।
89
সপ্তমীর দিনেও হলুদ রঙের পাঞ্জাবীতে সেজে উঠেছিল সুদীপা পুত্র আদিদেব। এখন থেকেই সে যেন সুপারস্টার।
99
একচালার ঠাকুর প্রতিবারই সুদীপার বাড়িতে সকলের নজর কাড়ে। সেলেব থেকে বন্ধু-বান্ধব সকলেই উপস্হিত থাকেন সুদীপার এই পুজোতে। এবারও তার অন্যথা হল না।
click me!

Recommended Stories