দশমীতে সিঁদুর খেললেন বিপাশা, সাবেকি পোশাকে ধরা দিলেন অভিনেত্রী ও করণ

Published : Oct 08, 2019, 04:39 PM ISTUpdated : Oct 08, 2019, 04:40 PM IST

পুজোর শেষে এবার সিঁদুর খেলায় মাতলেন বিপাশা বসু। সঙ্গে ফ্রেমে ধরা দিলেন করণও। দুজবনেই এদিন নয়া লুকে নজর কাড়লেন সকলের। শ্যুটিং-এর ফাঁকে বেশ কিছুটা সময় ছিল করে নিয়েই পুজো মণ্ডপে হাজির দম্পতি।

PREV
16
দশমীতে সিঁদুর খেললেন বিপাশা, সাবেকি পোশাকে ধরা দিলেন অভিনেত্রী ও করণ
পুজোর শেষ বেলায় সিঁদুর খেলায় মাতলেন বিপাশা বসু।
26
করণ সিং-এর সঙ্গেই একই ফ্রেমে ধরা দিলেন বিপাশা। বর্তমানে ধারাবাহিকের কাজ নিয়ে বেজায় ব্যস্ত করণ।
36
পুজোয় সামিল গোটা বলি পাড়া। এবার তারই মাঝে খানিক সময় করে নিয়ে বিপাশার সঙ্গে কিছুটা সময় কাটালেন করণ।
46
উমা বিদায়ে সকাল সকাল হাজির হলেন করণ-বিপাশা। বাঙালি লুকেই এদিন নজর কাড়লেন দম্পতি।
56
করণের পরনে ছিল সাদা কুর্তা। সঙ্গে ছিল ধুতি।
66
করণের সঙ্গেই মানানসই পোশাক ছিল বিপাসার। লাল পার সাদা শাড়ি পড়ে গালে সিঁদুর মেখে সকলের নজর কাড়লেন তিনি।
click me!

Recommended Stories