পুজোর মাতল বলিউড, পঞ্চমী থেকেই মুখার্জি বাড়ি সরগরম, দেখুন অন্দরমহলের কিছু ছবি পুজোর আমেজে মাতল বলিউড। বিখ্যাত মুখার্জি বাড়ির পুজোয় সামিল বিটাউনের অনেকেই। ব্যস্ততার মধ্যেই দিন কাটছে কাজলের। পরিবারের সকলের সঙ্গে একযোগে আগমনী, সাবেকি লুকে সকলের সামনে সময় মত হাজির তনুজাও। দেখুন কিছু না দেখা ছবি।
Jayita Chandra | Published : Oct 5, 2019 12:24 PM
119
সাবেকি সাজে দুর্গা প্রতিমা, সামনে রেড কার্পেট। সেখানেই সপরিবারে এসে ধরা দিলেন কাজল।
Subscribe to get breaking news alertsSubscribe 219
অনবদ্য ছিল তনুজার শাড়ি। পুজোর শুরুতে হালকা রঙই বেছে নিলেন তিনি। পাশে কাজল লাল পোশাকে সকলের নজর কাড়লেন।
319
পরিবারের সকলেই এদিন হাজির ছিলেন অতিথি আপ্যায়নে। মাতৃপ্রতিমার সামনেই করজোড়ে হাজির তাই পরিবারের সদস্যরা।
419
বলিউডে মুখার্জি বাড়ির পুজো মানেই তা ঘিরে সকলের উত্তেজনা তুঙ্গে। বলিউড সেলিব্রিটিদেরও ঢল নামে এই বাড়িতে।
619
মুখার্জি বাড়ির পুজো মানেই সেখানে পাত পেরে ভোগ খাওয়া। সকলকে প্রসাদ বিতরণ করা থেকে শুরু করে পুজো অর্চনা সব দিকেই থাকে কাজলের কড়া নজর।
719
সামনে থাকা রেড কার্পেটে এসেই দাঁড়ান বলি তারকারা। সেখান থেকেই পোজ দিয়ে ছবি তোলা থেকে সেলিব্রেশন, বাদ পরে না কিছুই।
819
এই পুজোয় কাজলের সঙ্গে পাল্লা দিয়ে নজর কাড়েন রানি মুখোপাধ্যায়ও।
919
পুজোর আয়োজনের মাঝে আড্ডায় মাতল পরিবার। দেবীপক্ষে আগমনিতে সকলের পরনে শাড়ি।
1019
বাড়ির পুজো, ফলে তার আয়োজনে কোনও খামতি রাখতে চান না কাজল। সকলের সঙ্গে মিলেই তাই দেবী আরাধনায় নেমে পড়লেন তিনি।
1119
আলো রসনাই-তে সেজে উঠেছে মুখ্যার্জি বাড়ি। মাতৃপ্রতিমাকেও সাজানো হয়েছে সাবেকি সাজে।
1219
মায়ের সামনেই নতজানু তনুজা। মেয়ের সঙ্গে মণ্ডপে নজর কাড়লেন তিনিও।
1319
পুজো শুরু, তাই রীতি মেনেই সামিল হলেন কালজ, তুনজা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
1419
পরিবারে এখনও পর্যন্ত দেখা মেলেনি রানি মুখোপাধ্যায়ের। তিনি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। ব্যস্ততা কাটিয়ে তিনিও যোগ দেবেন পুজোতে।
1519
পুজোর মাঝেই সকলের সঙ্গে দেখা করা, কথা বলা। চারদিন ব্যাপী এই পুজোয় দায়িত্ব হাজার। তাই সর্বদা সজাগ কাজল।
1619
কয়েকদিন আগেই অজয় দেবগণের বাবা মারা গিয়েছেন। ফলে তাঁর পরিবারে খুশির রোসনাই হলেও, কোথাও যেন এবছর খানিকটা ফিকে পুজোর আমেজ।
1719
অতিথির তালিকা থেকে বাদ পরল না কোনও বলিতারকাই। ফলে কড়া নিরাপত্তা ঢেকে ফেলা হল ভিলা।
1819
পোশাক যখন সাবেকি, তখন ব্যাগও হওয়া চাই মানানসই। তাই আদ্যপান্ত নয়া মোড়কে হাজির হয়েছিলেন এদিন কাজল।
1919
পুজোর মাঝেই সেড়ে নিলেন জরুরী কাজ, আনন্দ তো রইছে, কিন্তু প্রসঙ্গ যখন দূর্গাপুজো তখন তাঁর আয়জনে কোথাও ফাঁক রাখা যাবে না।