Published : Oct 04, 2019, 04:59 PM ISTUpdated : Oct 05, 2019, 05:23 PM IST
দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, উমা আবার বাপের বাড়িতে। তাই এখন উৎসবের মেজাজ চারিদিকে। কলকাতা তথা যেমন গোটা বঙ্গে এখন উৎসবের আমেজ, তেমনই পিছিয়ে নেই মুম্বইও। দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছেন বলিউড অভিনেত্রী কাজল।