অষ্টমীর পুজোতে এক সঙ্গে মাতলেন কাজল-রানি, উঠেএল সেই ছবি

মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের পুজো প্রতি বছরই সবার নজর কাড়ে। এই পুজোটি কাজল ও রানির পুজো নামেই সবার কাছে পরিচিত। এবছরও সেই পুজোতে এক সঙ্গে দেখা গেল কাজল ও রানি দুই বোনকেই। এর আগে ষষ্ঠী ও সপ্তমীর দিনও তাদের দেখা গিয়েছিল। আবারও অষ্টমীর দিনে তাদের দেখা গেল এক সঙ্গে। সেই সঙ্গে তাদের সাজ নজর কেড়েছে সকলের। অষ্টমীর এই বিশেষ দিনে দুজনকেই দেখা গেল শাড়িতে। 

debojyoti AN | Published : Oct 6, 2019 11:54 AM IST / Updated: Oct 06 2019, 05:27 PM IST
15
অষ্টমীর পুজোতে এক সঙ্গে মাতলেন কাজল-রানি, উঠেএল সেই ছবি
হলুদ শাড়ি আর সবুজ পাড় অষ্টমীর আকর্ষনীয় সাজে নজর কাড়লেন কাজল।
25
বাড়ির পুজোর আনন্দে মেতে উঠেছেন কাজল ও রানী। এক সঙ্গে হাসি ঠাট্টা করতে দেখাগেল দুই বোনকে।
35
পুজোর ফাঁকেই পরিবারের সবার সঙ্গে নানান পোজে তুলে নিলেন ছবি। সঙ্গে ছিলেন ভাই অয়ন মুখোপাধ্যায়ও।
45
সবার সঙ্গে বিশেষ আলাপচারিতায় ব্যস্ত দুজনেই।
55
মা তনুজাকে সঙ্গে নিয়ে কাজল সেই সঙ্গে থাকল পরিবারের বাকি সদস্যরাও।
Share this Photo Gallery
click me!

Latest Videos