Published : Oct 08, 2019, 10:53 AM ISTUpdated : Oct 08, 2019, 11:04 AM IST
পুজোর শেষে এবার মিষ্টি মুখে উমা বিদায়ের পালা। প্রতিমার মুখে মিষ্টি দিয়ে বরণ করাই হোক, কিংবা একে অন্যকে শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি মুখ করানো, দশমীতে মিষ্টির চাহিদা সর্বদা তুঙ্গে। তবে যে পাঁচটির সর্বাধিক চাহিদা থাকে এই দিন, রইল তাঁরই হদিশ।