পুজোর শেষে মিষ্টিমুখ, বিজয়া দশমীতে সঙ্গে রাখুন এই পাঁচটি মিষ্টি
পুজোর শেষে এবার মিষ্টি মুখে উমা বিদায়ের পালা। প্রতিমার মুখে মিষ্টি দিয়ে বরণ করাই হোক, কিংবা একে অন্যকে শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি মুখ করানো, দশমীতে মিষ্টির চাহিদা সর্বদা তুঙ্গে। তবে যে পাঁচটির সর্বাধিক চাহিদা থাকে এই দিন, রইল তাঁরই হদিশ।
Jayita Chandra | Published : Oct 8, 2019 5:23 AM IST / Updated: Oct 08 2019, 11:04 AM IST
বিজয়া দশমীতে রসগোল্লার চাহিদা থাকে সব থেকে বেশি। বাড়িতে অতিথি এলে কিংবা কারুর বাড়ি গেলে এক হাঁড়ি রসগোল্লার দেখা মেলে সব থেকে বেশি।
প্রতিমা বরণ হোক কিংবা শুভেচ্ছা জানানো, সঙ্গে সন্দেশ থাকা প্রয়োজন। দশমীতে সব থেকে বেশি যে সন্দেশের চাহিদা বেশি তা হল জলভরা।
মতিচুরেই মুগ্ধ উমা, সঙ্গে গণেশও। তাএ দশমীতে মিষ্টির তালিকা থেকে মতিচূর বাদ পড়লে চলবে না।
আইস্ক্রিম সন্দেশ অনেকেই খুব পছন্দ করেন, কেবল সাবেকি মিষ্টি নয়, ফিউশনেরও দেখা মেলে এই দিন।
মিষ্টির ছড়াছড়ি, রসের কিংবা সন্দেশ। এই পরিস্থিতিতে একঘেয়েমি কাটাতে তালিকায় রাখতে পারেন বালুসাই।