খেতে পারেন গোলমরিচ। ওজন কমাতে বেশ উপকারী গোলমরিচ। এটি আমাদের শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে। আর বিপাকীয় ক্রিয়া ঠিক করে। এতে দ্রুত কমবে ওজন। রোজ গোলমরিচ দিয়ে তৈরি চা কিংবা ডিটক্স ওয়াটার কেলে ১০০ ক্যালোরির পর্যন্ত কমতে পারে। নিয়ম করে গোলমরিচ খান। স্যুপ, ডিম কিংবা অন্য কোনও পদে দিন গোলমরিচ।