উল্লেখ্য তর্পনের নিয়ম অনুযায়ী, দেবীপক্ষের আগের কৃষ্ণপক্ষকে পিতৃ পক্ষ বলা হয়ে থাকে। তাই এই ১৫ দিন ধরে প্রতিদিনই পূর্ব পুরুষের তর্পন করা যেতে পারে। তবে যারা প্রতিদিনই পিতৃকর্ম করতে পারেন না, তাঁরা পিতৃ পক্ষের শেষদিন অমাবষ্যায় পার্বন শ্রাদ্ধ করতে পারেন।