তবে এবারের পুজোতে কিছুটা হলেও মন খারাপ দাদার। কারণ, সানা-ডোনা কেউই কলকাতায় নেই। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে (Global University, Londan) ভর্তি হয়েছেন সানা। সেই কারণেই তিনি এবং তাঁর মা, দুজনেই এখন রয়েছেন ইংল্যান্ডে। সৌরভ জানিয়েছেন, কলকাতার দুর্গা পুজো মিস করছেন সানা।