'পোশাকের বদলে পেপার', নজরকাড়া আউটফিটে উষ্ণতার পারদ চড়ালেন জনপ্রিয় অভিনেত্রী

Published : Apr 29, 2020, 09:26 AM IST

পায়েল রাজপুত। একডাকে সবাই চেনেন এই অভিনেত্রীকে। তেলেগু ছবির জনপ্রিয় নায়িকা 'আরএক্স১০০' ছবিতে অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে আবারও উঠে এসেছেন তিনি। করোনা আতঙ্কে গৃহবন্দি সকলেই। তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই মজেছেন সোশ্যাল ট্রেন্ডে। লকডাউনের বন্দিদশা উপভোগ করতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নয়া চ্যালেঞ্জে মাতছে তারকারা। কখনও টি-শার্ট চ্যালেঞ্জ তো কখন পুরোনো-নতুন চ্যালেঞ্জ, আবার কখনও বালিশ চ্যালেঞ্জ। তবে সমস্ত চ্যালেঞ্জকে ছাপিয়ে গেছে  পেপার চ্যালেঞ্জ।  পোশাকের বদলে পেপার। এই পেপার পোশাক বানিয়ে নয়া স্টাইল স্টেটমেন্টে ঝড় তুললেন তেলেগু অভিনেত্রী পায়েল রাজপুত।

PREV
111
'পোশাকের বদলে পেপার', নজরকাড়া আউটফিটে উষ্ণতার পারদ চড়ালেন জনপ্রিয় অভিনেত্রী
বলিউড, হলিউড এখন টলিউডে বিভিন্ন উদ্ভট ধরনের পোশাক দেখতে পাওয়া যায়। এবার সেই পোশাক ট্রেন্ডে টক্করে সামিল তেলেগু অভিনেত্রী পায়েল রাজপুত।
211
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার ধরে রাখার জন্য অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। জনপ্রিয় তেলেগু  অভিনেত্রী পায়েল ও এবার সেই তালিকায়। 
311

কখনও টি-শার্ট চ্যালেঞ্জ তো কখন পুরোনো-নতুন চ্যালেঞ্জ, আবার কখনও বালিশ চ্যালেঞ্জ। তবে সমস্ত চ্যালেঞ্জকে ছাপিয়ে গেছে এই পেপার চ্যালেঞ্জ। 

411

লকডাউনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বালিশ চ্যালেঞ্জ। অভিনেত্রী নিয়েছেন সেই চ্যালেঞ্জ। 

511

হলুদ রঙের  বালিশ দিয়ে নিজেকে মুড়ে স্টাইলিশ ভঙ্গিতে ছবিতে পোজও দিয়েছেন অভিনেত্রী।

611

বালিশের পর পেপার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জেও অভিনেত্রীর সাহসী পদক্ষেপ নজর কেড়েছে নেটিজেনদের। 

711

পেপার দিয়ে স্টাইলিশ ড্রেস বানিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

811


নিজের ইনস্টাগ্রামে পেপার দিয়ে বানানো সেই নজরকাড়া আউটফিটের  ছবি শেয়ার করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন 'আমার নতুন পোশাকটি কেমন'। যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।

911

খোলা শরীরে শুধুমাত্র একটা পেপার দিয়েই স্টাইলিশ ভঙ্গিতে এই চ্যালেঞ্জ নিয়ে নেটদুনিয়া কাঁপাচ্ছেন পায়েল। 

1011


আপাতত বালিশ চ্যালঞ্জ, পেপার চ্যালেঞ্জ নিয়েই সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটের শীর্ষে রয়েছে পায়েল।

1111

তার শরীরী ভঙ্গিমা দেখতে নেটদুনিয়ায় উপচে পড়ছে ভিড়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ছবি।

click me!

Recommended Stories