একাধিক সঙ্গমের দৃশ্যে শ্যুট, সঙ্গমই কাছাকাছি এনেছিল বিপাশা-করণকে

Published : Apr 28, 2020, 01:21 PM IST

জনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। হঠাই ঘটেছিল ছন্দপতন। সামনে এসেছিল জন আব্রাহম ও বিপাশার বিচ্ছেদের খবর। এরপরই নতুন সম্পর্কে জড়িয়ে ছিলেন বিপাশা। করণের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রপাত কোথায়, কীভাবে এই জুটি হয়ে উঠেছিলেন লাভবার্ড। 

PREV
110
একাধিক সঙ্গমের দৃশ্যে শ্যুট, সঙ্গমই কাছাকাছি এনেছিল বিপাশা-করণকে

বিপাশা বসুর সঙ্গে জন আব্রাহমের সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটবে কোনও দিন এমনটা কেউ ভাবেনি। 

210

বিপাশা বসু ও জোনের মতে তাঁরা একে অন্যের জন্য ভালোবাসা হারাচ্ছিলেন। একসঙ্গে থাকার থেকে ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্তই ঠিক মনে হয়েছিল দুই তারকার। 

310

এরপরই অ্যালোন ছবির সেটে বিপাশার সঙ্গে দেখা হয় করণ সিং গ্রোভরের। ছবির কাজ চলার সময় কাছাকাছি আসেন দুই তারকা। 

410

একাধিক বোল্ড দৃশ্য ভরপুর ছিল অ্যালোন ছবি। সেখান থেকেই শুরু হয় সম্পর্কের নয়া সমীকরণ। পর্দায় ঝড় তুলেছিল এই ছবি। 

510

তবে তখনও অনেকরই কাছে স্পষ্ট হয়নি যে একে অন্যের মনেও ঝড় তুলেছেন এই দুই স্টার। 

610

অ্যালোন ছবি মুক্তির ঠিক আগের দিনই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন করণ। তখনই অনেকেই আঁচ করেছিলেন এই সম্পর্কের খবর।

710

এরপর সর্বত্রই তাঁদের একই সঙ্গে দেখা যেত। ফ্যাশন শো থেকে শুরু করে কোনও বিশেষ অনুষ্ঠান, একই সঙ্গে হাত ধরে হাজির হতেন এই দুই তারকা। 

810

বেশিদিন নিজেদের সম্পর্কের কথা গোপনও রাখেননি তাঁরা। মহা ধুমধামে বিয়ের পিঁড়িতে আরও একবার বসেছিলেন তাঁরা। এরপর কেবল ছবির পর্দায় নয়, হট পোস্টে ভরে উঠতে থাকে নেট দুনিয়ার পাতাও।

910

হানিমুনের চুমুর দৃশ্য থেকে শুরু করে একান্তে ঘনিষ্ট, নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে চলেছেন এই জুটি। 

1010

৩০ এপ্রিল বিবাহ বার্ষিকী, সেই দিনটি বিশেষ করে তুলতেই এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। নিজে হাতে বানাচ্ছেন অনেক কিছুই। 

click me!

Recommended Stories